|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমাদের ঐ এসিডে ঝলসে দেয়া
দৃষ্টিশক্তিহারা চোখ
আলোকদাতা সঞ্জীবনী শক্তি হোক
তাতে দৃষ্টি ফিরে পায় যেন 
তথাকথিত বিশ্ববিবেক অজস্র অন্ধলোক
তাদের চোখে রঙিন চশমা এবার খুলুক না।
তোমাদের বুকের উপর আছড়ে পড়া
সীমারের ঐ পাঁজর ভাঙ্গা পা
বিশ্ব বিবেকের রূদ্ধ দ্বার এবার খোলে দিক না
মধ্যযুগীয় বর্বরতায় 
যারা আজ ক্ষুধার্ত হায়েনা
তাদের শিকার করতে যেন ধেয়ে আসে
অব্যর্থ সব বুলেট মৃত্যুর পরোয়ানা।
ওরা কী আর মানুষ !
ওরা নিরীহ মানুষের রক্ত খেকো ড্রাকুলা
ওদের বুক ঝাঁঝরা করে ঘৃণার আস্তাকুঁড়ে
ছুড়ে ফেলোনা
ওরা কেন এখনো শকুনের
খাদ্য হয়না ?
ঐ মানচিত্র কেন পৃথিবীর বুক থেকে
 নিশ্চিহ্ন হয় না।
মানুষের পৃথিবীতে এমন জালিম
 শোভা পায় না।
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৫৮
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও প্রথম কমেন্টে ।
২|  ০১ লা মার্চ, ২০২০  দুপুর ২:৫৮
০১ লা মার্চ, ২০২০  দুপুর ২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
চমৎকার কবিতা।  বোধের কবিতা।
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৫৯
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: নিরন্তর শুভকামনা।
৩|  ০১ লা মার্চ, ২০২০  বিকাল ৩:০৪
০১ লা মার্চ, ২০২০  বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: একসময় এসিড নিক্ষেপ কথাটা খুব শোনা যেত। এখন অনেক বছর ধরে এটা শোনা যায় না। আল্লাহ মাফ করছে।
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০০
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সমস্ত জুলুম বন্ধ হোক ।
৪|  ০১ লা মার্চ, ২০২০  বিকাল ৪:৫৩
০১ লা মার্চ, ২০২০  বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে সমসাময়িক কবিতা
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০০
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫|  ০১ লা মার্চ, ২০২০  বিকাল ৫:৫০
০১ লা মার্চ, ২০২০  বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা্
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০১
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।কমেন্টে এবং পাঠে ।
৬|  ০১ লা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:০২
০১ লা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:০২
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য,সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৩
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৭|  ০১ লা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
০১ লা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
চাঁদগাজী বলেছেন: 
জল্লাদ মোদীর নেতৃত্বে বিজেপি'র জংগীরা ভারত দখল করে নিয়েছে।
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৪
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: জল্লাদের ধ্বংস প্রাপ্ত হোক । এরা ব্যাক ডেটেড বাস্টার্ড ।
৮|  ০২ রা মার্চ, ২০২০  রাত ৩:৪৫
০২ রা মার্চ, ২০২০  রাত ৩:৪৫
কালো যাদুকর বলেছেন: ওরা ইতিহাসের পরাজিত শক্তি,
ওরা মরার আগে মরে থাকার ভীষন ফল।
ভোর একদিন হবেই,
সে আজ হোক বা কাল।
  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৯
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ট্রাম্ফ ওদের দমন করার অনুরোধ করেছে । ওদের যে অবস্থা !! ওদের জীবন মরণা পন্ন । ট্রাম্ফ ওদের প্রাণ ভিক্ষা চাইতে পারতেন ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২০  দুপুর ২:৫৫
০১ লা মার্চ, ২০২০  দুপুর ২:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল সালাম নিবেন কবি দা----------