|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
করোনা ভয় করোনা মনে রেখো বল
_______________________________
ভয় পেয়ো না বন্ধু তোমরা
মনে রেখো বল
 সবাই মিলে প্রচেষ্টা নিলে
হবো না বিফল
করোনা ভয় করোনা মনে রেখো বল
আমরা সবাই করবো প্রার্থনা স্রষ্টার দরবারে
আল্লাহ যেন করেন ক্ষমা 
আমরা সবাই তওবা করলে ব্যর্থ হবো না
আল্লাহ তায়ালা পরম করুণাময়
পাপাচার জুলুম যায় যদি বেড়ে
অসীম ঐ আকাশের সীমানা ছেড়ে
মহান আল্লাহ পাক পাঠিয়ে দেন গজব
ভালোমন্দ সমূলে হয় লয় কেউ রক্ষা পায় না
এখন সময় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে
ঐক্যবদ্ধ হয়ে লড়ার তবেই হবে রক্ষা
জালিম যতই হোক ক্ষমতাবান সমূলে ধ্বংস
হয়ে যাবে সময় থাকতেই তওবা করতে হবে
এখনই সময় যার যতটুকু সামর্থ্য আছে
তা নিয়ে করোনা- ডেঙ্গু একযুগে
 প্রতিহত করতে হবে
 এখনই সময় আর দেরি নয়
চলো হাতে রাখি হাত 
নারী পুরুষ নির্বিশেষে চলো করি মোনাজাত
স্রষ্টা যেন আমাদের রক্ষা করেন
করোনায় মৃত্যু  কারো কাম্য নয় 
 আমরা যেন করিতে পারি জয় চলো এখনি শুরু করি
কাগজে কলমে সচেতনতা সৃষ্টি অসাধ্য তো নয়
ভয় করোনা বন্ধু তোমরা মনে রেখো বল
আমরা সবাই মিলে প্রচেষ্টা নিলে হবো না বিফল।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫৬
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: করোনা আসার কারণ কসাই মোদিকে সুস্বাগতম জানানো । কিংবা আসতে বাধা দেয়া । কসাই ব্যাটা করোনা ডেকে নিয়ে আসছে ।
২|  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২১
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা লিখে করোনা ভাইরাসকে বিশ্বে বরন করার ইতিহাসে এই প্রথম। অভিনন্দন প্রিয় সেলিম ভাই।
  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪১
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: করোনা হটলাইন নম্বর।
নিজের অথবা পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন দেখা দিলে" ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ" আইইডিসিআরে যোগাযোগ  করুন নিচের নম্বর গুলোর মাধ্যমে,
IEEDCR Hotline
+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785
পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ যা যতো দ্রুত সম্ভব ব্যাপক প্রচারের প্রয়োজন। তাই   কপি / শেয়ার করে ছড়িয়ে দিতে ভূলবেন না।
৩|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ১২:০৪
০৯ ই মার্চ, ২০২০  রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় নাই।
  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৫
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কসাই মোদি নাও আসতে পারে করোনার ভয়ে।
৪|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ২:০৩
০৯ ই মার্চ, ২০২০  রাত ২:০৩
কিরমানী লিটন বলেছেন: ভাই হাতে হাত রাখলেতো করনা সংক্রামিত হবে। মহামারি আকারে ছড়িয়ে পড়বে?
  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪২
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কবি তাহলে কোথায় কি রাখতে হবে?
৫|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ২:০৫
০৯ ই মার্চ, ২০২০  রাত ২:০৫
কিরমানী লিটন বলেছেন: শায়মাপুর কাছে করোনা রেসিপির ছবি ব্লগ চাই
  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৩
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলতে চাই
৬|  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
নেওয়াজ  আলি বলেছেন: আজ দুইদিন করোনা নিয়ে লেখার মহামারী শুরু হয়েছে যেন। 
আল্লাহ রহমত করো।
  ০৯ ই মার্চ, ২০২০  দুপুর ২:৫৭
০৯ ই মার্চ, ২০২০  দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: এখনই সচেতনতার সময় । করোনা প্রতিরোধের কার্যকর পদক্ষেপ গ্রহণের সবচেয়ে উপযুক্ত সময় এটি । উন্নত বিশ্ব পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে তুলেছে
৭|  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১১
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১১
হাসান মাহবুব বলেছেন: করোনা নিয়ে পড়া সেরা কবিতা।
(আমি অবশ্য এই একটিই পড়েছি)।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৬
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় হাসান মাহবুব বহুদিন পর আপনার আগমন আমার ব্লগবাড়িতে। সুস্বাগতম ।
আপনার পড়া একটির মধ্যে প্রথম ।  তবুতো প্রথম ।
  তবুতো প্রথম । 
৮|  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ২:০৩
১০ ই মার্চ, ২০২০  দুপুর ২:০৩
অগ্নি সারথি বলেছেন: বাহ! সেলিম ভাই বাহ।
  ১০ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০২
১০ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: নেই তুলনা !!!
করোনা ডেঙ্গু সমান গুরুত্ব দেয়া দরকার। ডেঙ্গুর আশংকা বেশি করি । দেখুন যুক্তরাষ্ট্রের কোন স্টেট যেনো ইমার্জেন্সি ঘোষণা করেছে ।নামটা মনে পড়েছে না । আমাদের সরকার সেরকম কিছু কখনোই করে না । অথচ সুস্থতা নিরাপত্তা দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ । এমনকি হাদিসেও দুটির গুরুত্ব আলোকপাত করা হয়েছে। ঈমানের পরে এই দুটো বিষয়ে দোয়া করতে বলা মানে দুটো বিষয় ঈমানের পর পর গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রীয় পলিসিতেও দুটির প্রধান্য সর্বাগ্রে হওয়া উচিৎ ।
৯|  ১০ ই মার্চ, ২০২০  বিকাল ৩:৪৬
১০ ই মার্চ, ২০২০  বিকাল ৩:৪৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: এখনই সময় আর দেরি নয়
চলো হাতে রাখি হাত
সেলিম ভাই, ডাক্তাররা যে করোনা থেকে বাঁচার জন্য কারো সাথে হাত না মেলাতে বলতেছে?  
  ১০ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০৪
১০ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: স্রপ্রিয় প্রখ্যাত সাহিত্যিক এই হাত সেই হাত নয়। এটা এক হওয়ার বিষয় সম্মিলিত প্রচেষ্টার বিষয় ।
১০|  ১০ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
১০ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
আশিক মাসুম বলেছেন: এই কবিতা অবশ্যই অস্কার পাবে...
  ১২ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৫২
১২ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি বহুদিন পর আমার ব্লগবাড়িতে আপনার আগমন । সুস্বগতম।
আমি শুধু বলবো বিশ্বমানবতা ছড়িয়ে পড়ুুক সারা বিশ্বে ফুলে সুবাস নিয়ে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২০  রাত ১০:৫৬
০৮ ই মার্চ, ২০২০  রাত ১০:৫৬
সাগর শরীফ বলেছেন: কিছুই হবে না! ভরসা রাখি সৃষ্টিকর্তায়...