|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নোভেল করোনা ভয় করোনা ভয় করোনা মৃত্যু
ভয় করো গো মুজলিমের ফরিয়াদ 
আকাশ বিদীর্ণ করে যা পৌঁছে যায়
খোদার আসন আরশ মহল্লায়
গজব নেমে আসবে সেথা
আল্লাহ তায়ালা হয়ে যান যদি বিরক্ত।
আল্লাহ তে পূর্ণ ঈমান যার
তার কীসের ভয়?
মহামারীতে মরে যদি শহীদের দরজা তাঁর
জানা আছে নিশ্চয়।
আমরা কেবল সহায়তার হাত বাড়াতে পারি
গণসচেতনতা সৃষ্টি অথবা চিকিৎসা সেবা
প্রদান করে ,
আমরা সবাই প্রার্থনা করতে পারি
পরম করুনাময় আল্লাহর দরবারে,
তাতে আমাদের মর্তবা যাবে বেড়ে
আমরা সুফল লাভ করিতে পারি পরপারে।
জালিমের সাথে হতে পারে না কোন সন্ধি
রক্ত খেকো ড্রাকুলা কী আর করতে পারে
মানুষ বাঁচানোর ফন্দি?
ওটা প্রতারণা !
যে নির্বিচারে শত শত মানুষ হত্যা করে 
জীবন বাঁচানোর তাগিদ তার লোক দেখানো 
তারে শোভা পায় না।
জালিমের সাথে হাত মেলাবে যে 
সেও তো জালিম  
ধ্বংস তাঁর অনিবার্য
আপনি জেনে নিন।
রক্তের উপর দিয়ে এসেম্বলিতে
যেতে পারেননি শেখ মুজিব 
রক্তের দাগ তো এখনো শুকায় নাই
মানবতার মিথ্যে আহ্বানে
রাষ্ট্রীয় জেনোসাইডের কোন ক্ষমা নাই।
থাকে যেন মনে আমরা শুধু করবো উপকার
আমরা শুধু নিবেদিত  বিশ্বমানবতার (তরে) ।
নোভেল করোনা ভয় করোনা ভয় করোনা মৃত্যু
বিশ্ব মানবতার তরে যেন সতত থাকে নিবেদিত
তোমার আমার চিত্ত।
জয় আমাদের হবেই স্বাধীনতা বিকিয়ে দিয়ে
আমরা হইনা যেন  জালিমের ভৃত্য , 
নোভেল করোনা ভয় করো না
মানবতার তরে নিজেকে বিলিয়ে দিলেই 
হবে প্রায়শ্চিত্ত।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১০
১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২|  ১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:০৬
১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:০৬
নেওয়াজ আলি বলেছেন: করুণাময় পৃথিবীর সকলকে ভালো রাখুন।
  ১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১০
১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩|  ১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:২১
১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন: 
চেংগিস খান যখন রাজ্যের পর রাজ্য দখল করেছিলো, তার যেসব সৈনিকেরা মরেছিলো, তারা কি শহীদ হয়েছিলো?
  ১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৪
১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: শহীদ হওয়ার জন্য ঈমান জরুরী। দেশরক্ষার জন্য কোন ঈমান অস্ত্র ধরলে এবং জীবন দিলে তিনি শহীদ হবেন। নাস্তিকরা জাহান্মামে যাবে ।ঈমান ছাড়া আমলের আখেরাতে পুরস্কার নেই । ইসলাম ধর্মে ঈমান হলো এক । বাকী সব একেকটা শূন্য । একের পরে যত শূন্য দশ গুন করে যাড়তে থাকবে । ঈমান ছাড়া হাজার শূণ্যের কোন দাম নেই ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৪|  ১৪ ই মার্চ, ২০২০  রাত ২:৪৪
১৪ ই মার্চ, ২০২০  রাত ২:৪৪
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ভালো থাকুক সকল মানব মানবি, প্রার্থনা সবার জন্যই!
ভালো থাকবেন
  ১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৪
১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৫|  ১৪ ই মার্চ, ২০২০  সকাল ৯:২১
১৪ ই মার্চ, ২০২০  সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: করোনা ভাইরাস নিয়ে আমি মোটেও চিন্তিত না। 
বিন্দুমাত্র আতঙ্কিত না। আতঙ্ক নয় আমি আনন্দ নিয়ে বাঁচতে চাই। যেখানে ইচ্ছা আমি থু থু ফেলব। যতবার ইচ্ছা ততবার। প্রয়োজনে অপ্রয়োজনে যারতার হাত ধরে হ্যান্ড শেক করবো। গনপরিবহনে চড়বো। যেখানে মানুষের ভীড় বেশি সেখানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস দেবো- নেবো। 
আমার কথা একটাই, আতঙ্কিত হবো না, যতদিন বাঁচি- আনন্দ নিয়ে বাঁচবো। করোনা আক্রান্ত হয়ে গেলে চুপচাপ মরে যাবো। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত প্রিয় মানুষের কাছেই থাকবো। ছোট বাচ্চাদের বুকে জড়িয়ে ধরবো। পার্কে গিয়ে প্রেমিকার কোলে মাথা রাখবো। কাউকে জানতে দিবো না, বুঝতে দিবো না- আমি যে করোনা আক্রান্ত।
  ১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৬
১৫ ই মার্চ, ২০২০  সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আত্নঘাতি স্বদেশনাশী সিদ্ধান্ত । করোনা যেন বিস্তার না করে সেই কামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:০২
১৪ ই মার্চ, ২০২০  রাত ১২:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
 অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সম দহে।