নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নিরাপদ এক পৃথিবীর দাবি নিয়ে
ওরা তো জন্মেছে এই দেশে,
আমাদের সন্তানেরা তাই যেন
সদা থাকে দুধে ভাতে ,
তার লাগি আমাদের এই নিত্যকার জীবন যুদ্ধ
প্রাণান্ত পরিশ্রম , তাদের মঙ্গল কামনায়
প্রতিদিন মোদের ভোরের রবি ওঠে
গোধূলির আলো মেখে আবার ডোবে যায়,
তাদের খুশি করতে নিজের আরাম আয়েশ
সব জলাঞ্জলি দিয়ে
আমরা থাকি সতত প্রচেষ্টায়,
আমরা এদেশেরই মানুষ
আমাদেরও তাই আছে অধিকার,
নোভেল করোনায় আগামী প্রজন্ম
নিয়ে আমরা এখন আছি আশঙ্কায়
আমাদের সন্তানদের সুস্বাস্থ্য রক্ষায়
আমাদের দাবি এখন আছে শুধু একটাই
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
এখনই যেন বন্ধ হয়ে যায় মাত্র কদিনের জন্য
এতে নোভেল করোনার বিস্তার বন্ধ হয়ে যাবে
আমাদের সন্তানেরা ঘরে বসে তবেই
সুরক্ষা হয়তো পাবে,
দেশের দশের তাতে অনেক উপকার হবে।
এখনই বন্ধ না হলে
অনেক বেশি ক্ষতি হতে পারে,
এখনই তাই উপযুক্ত সময়, বেশি দেরি হলে
আর রক্ষা নাই করজোড়ে তাই
সরকারের কাছে করিতেছি অনুরোধ,
সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনই
বন্ধ করে দিতে
করোনার ভয়াল থাবা থেকে
বাংলাদেশের নবপ্রজন্ম যাতে
স্বাস্থ্য সুরক্ষা পায়।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: পনের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে কতটুকু ক্ষতি হবে? এখন ঘরে বসে নেটে সকল খবর পাওয়া যায় ।পশ্চিম বঙ্গে শিক্ষাপ্রতিষ্টান বন্ধ আছে ।
২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: পনের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে কতটুকু ক্ষতি হবে?
৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
টোকাইরা ও চাকরাণীরা কি দুধেভাতে আছে? আপনি কি দুধেভাতে আছেন?
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী দুধে ভাতে থাকা তাদের ও অধিকার ।
হয়তো আমরা কেউই তা নই । তাই বলে কি নভেল করোনা থেকে শিক্ষার্থীগণ নিরাপত্তা পেতে পারেন না।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাবি টি কি অযৌক্তিক?
এখন বঙ্গবন্ধু থাকলে কি করতেন?
তিনি নির্ঘাত দেশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার বিষয় প্রাধান্য দিতেন । প্রয়োজনে রেসেকোর্স ময়দানে গিয়ে জ্বালাময়ী ভাষণ আজ থেকে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ করে দেয়া হলো.......
৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী দুধে ভাতে থাকা তাদের ও অধিকার ।
হয়তো আমরা কেউই তা নই । তাই বলে কি নভেল করোনা থেকে শিক্ষার্থীগণ নিরাপত্তা পেতে পারেন না।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাবি টি কি অযৌক্তিক?
৫| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৮
একনিষ্ঠ অনুগত বলেছেন: দাবী তো কতই থাকতে পারে, দাবী পূরণে যারা সক্ষম কিংবা যাদের কাছে এই দাবী তাঁরা কতটা এটা নিয়ে ভাবছেন কিংবা কতটা ভাবার উপযুক্ত মনে করেছেন সেটাই এখনও অজানা। বিশ্বব্যাপী করোনা আতংকে দেশের জনগণের মনেও যে আতঙ্ক ছড়িয়েছে এটা অন্তত তাদের অজানা থাকার কথা নয়।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: পার্শ্ববর্তী প্রতিবেশি ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে । আমার মতো যারা অখ্যাত গবেষক যারা ভূত্বকের তথ্য উপাত্ত থেকে ইন্টারপ্রিটেশন করে তাদের কথা মতামতের দাম আছে।। ভূতত্ত্ববিদরা কিন্তু জ্যোতিষি না হলেও শিলার গঠন প্রকৃতি স্তর বিন্যাস থেকে তার অতীত নির্ণয় করে ভবিষ্যৎ কি হতে পারে তারও উপসংহার টানে মনে রাখতে হবে ।
পদ বা সিংহাসন কিন্তু তা দিবে না ।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: বি দ্র ঃ দাবি শুদ্ধ দাবী অশুদ্ধ।
৬| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৭| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:২৩
নেওয়াজ আলি বলেছেন: সুচিন্তিত মনোভাবের প্রকাশ, ভালোই ।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের সন্তানেরা তাই যেন
সদা থাকে দুধে ভাতে
কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই,
প্রতিটি সন্তান থাকুক দুধেভাতে পাশাপাশি আমাদের উচিত তাদের ভবিষ্যত পৃথিবীর জন্য তৈরি করে যাওয়া। স্কুল কলেজ এক নোংরা ব্যবসাক্ষেত্র - স্কুল কলেজ এখনো চা্লু রেখে কি প্রমাণ করতে চাইছে তারা শিক্ষার স্বর্ণ যুগে প্রবেশ করেছে নাকি নানা ধরণের ফিস নেওয়ার পায়তারা সব।