নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাছে এসো যদি
সুপ্রিয় কোয়ারেন্টাইন আছো কোথা দূরে
এই দু’চোখের আড়ালে যেন অনাদিকা—ল ধরে,
এবার থেকে দু’জনে কী তবে
থাকতে হবে আইসোলেশনে?
দু’জনার প্রেম গেছে তো নদীর দু’কূল ছাপিয়ে
উপচে পড়ে জল—
জলে ভিজে যায় চিবুক,
প্রিয়হারা মানুষের মুখ
যেন আজ গোটা পৃথিবীর দু’চোখ
তাতে কী? আমাকেই তুমি পাবে রোজ
কাছে এসো যদি
যেভাবে কপোত কপোতি— কে করে তার প্রতিরোধ?
প্রগাঢ় প্রেমে তুমি হবে—সদ্য প্রস্ফুটিত ফুল
যেন জলে ভেজা এক পদ্ম—
আমার পরশে যেন ফোঁটেছে তা সদ্য।
ভয় পেয়েনাগো গোটা পৃথিবী আজ— আইসোলেশনে
যারা দিত বাঁধা তোমার-আমার সঙ্গমে,
সুপ্রিয় নিয়তি, ভয় পেয়োনাগো
এসেছে মহেন্দ্র ক্ষণ
আমাকেই পাশে পাবে নক্ষত্রের রাতে
কাছে এসো যদি
প্রেমের অনলে জ্বলে অপার সম্ভ্রমে ।
জীবনবোধ
তোমার অবাক জীবনবোধ
তুমিতো জানো ঋণী আমি
চাহিনা থাকিতে কাহারো কাছে
সুযোগ পেলেই করে দিই তা শোধ
সুদে-আসলে; তুমি তাহলে
কেন করিলে?— অন্যায় অনুরোধ।
কেনগো মরিলে এমনতরো মরা?
—অপ্রগলভ এক প্রেমে।
চোখের আড়াল হলে
হন্যে হয়ে তুমি খুঁজো শুধু আমারে
এই দু’চোখে রেখে চোখ
সব যেন বলে দাও,‘‘ নাও আমারে নাও
যা কিছু মোর আছে
দোহাই লাগে তোমার
শুনোগো মোর একান্ত অনুরোধ।”
তোমার কেমন অবাক জীবনবোধ
কেন যেন মনে হয়
ভালোবেসেই তবে হবে শুধু পরিশোধ
নেবে না আর কিছুই
দেবে যেন সব —তোমার অবাক জীবনবোধ ।
২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ।শুধু যৌনক্ষমতাই প্রেম নয়। প্রেমের একটা পার্ট মাত্র। হতে পারে প্রেমের ঐ স্বর্ণশিখরে তার আবাস ।
২| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০
নজসু বলেছেন:
২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: করোনা ভয় করো না মনে রেখো বল।
৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৮:২২
নেওয়াজ আলি বলেছেন:
২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আমিও কম না ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: