নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু তুমি তো আছো আজও

২০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩


বঙ্গবন্ধু!!
তুমি তো বেঁচে আছো
আমাদের মাঝে আজও___ অ ন ন্ত প্রেরণা হয়ে,
বটবৃক্ষের মতো শত ঝঞ্জাট রুখে দিয়ে,
আন্দোলনে— সংগ্রামে— বিপ্লবে
স্বাধীনতার প্রতীক হয়ে, তুমি আছো —তুমি রবে।
শতবর্ষ আগে জন্মেছিলে তুমি
এই বঙ্গদেশে;
পরাধীন বাংলায় বৃটিশ উপনিবেশে।
যারা তোমায় ধ্বংস করবে বলে
মেতে উঠেছিল, ধ্বংস ধ্বংস খেলায়
চরম জিঘাংসা লয়ে বুকে,
প্রাসাদ ষড়যন্ত্রে —তোমাকে বাঁচতে দেয় নাই,
তোমার রক্তে রঞ্জিত হলো
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি,
যেন বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
পবিত্র রক্ত সিঁড়ি বেয়ে নেমে আসে
বাংলার জমিন— ভেসে যায়
সময় যেন থমকে দাঁড়ায় —আজ ও..
বঙ্গবন্ধু শুধু তোমায় ভালোবেসে,
তুমি তো অমর,
স্বাধীন বাংলার— হে মহান স্থপতি!
যতদিন এদেশ আছে তুমি আছো
তুমি রবে অন—ন্তকা—ল,
যতদিন বহিবে পদ্মা- মেঘনা- গৌড়ি-যমুনা
তুমিই ধরিবে হাল, আকুল দরিয়ায়;
তুমিই রহিবে সাথে, বসন্তের অনুরাগে
সতের কোটি বাঙালির হৃদয়ে
অনন্ত যৌবনে, বিপ্লবের চেতনা হয়ে
মুজিব তুমি কালজয়ী এক ইতিহাস ।
সুপ্রিয় বঙ্গবন্ধু, তুমি বেঁচে আছো— আজও
প্রবল পরাক্রমে,
বাংলার ঘরে ঘরে— দুর্গ গড়ে তোলে
ধ্বংস হয়ে গেছে সব
শকুন শেয়ালের দল, সময়ের কড়াল গ্রাসে।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ +

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগা রইলো।

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন । 

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.