নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজিকার এই দিনে হে পরাধীনতার শৃঙ্খল
তোমায় দিয়েছে ছুটি,
আজিকার এই দিনে পাকহানাদারের
কন্ঠ ধরিয়াছে টুটি ;
আজিকার এই দিনে মহান একাত্তরে
বীর বাঙালি একটি স্বাধীন জাতি;
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে
একটি ফুলকে বাঁচাবো বলে ;
বৈষম্য হীন বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয়ে
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে
বাংলার আপামর জনসাধারণ যার যা কিছু আছে
তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে ।
আজিকার এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব
আবারো কারাগারে ,
বীর জনতা তাই যেন ক্ষোভে ফেটে পড়ে
বীর বাঙালি জেগে ওঠে
যেন জীবন্ত আগ্নেয়গিরির লেলিহান শিখা বুকে
পঁচিশে মার্চ রাতে নির্বিচারে ইতিহাসের নির্মম গণহত্যার সুতীব্র প্রতিবাদে,
শত বঞ্চনা লাঞ্ছনা দূর করে
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
আজিকার এই দিনে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
সারা বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
২৬ শে মার্চ ঊনিশশত একাত্তর
সাড়েসাত কোটি বাঙালি হিন্দু মুসলমান
যেন এক দেহ এক প্রাণ বঙ্গবন্ধুর আহ্বানে
সকলেই প্রস্তুত সেদিন
দেশের লাগিয়া জীবন দানে,
প্রাণের প্রিয়তমা কতো পূতপবিত্র চমৎকার
এই দিন দৃপ্ত শপথ করার,
জীবন চলার পথে তোমারে সাথে লয়ে
অপার মিথোজীবিতায় মহেন্দ্র ক্ষণ সূচনা করার
এই দিন এসেছিল বলে আমরা পেয়েছি বিজয় একদিন,
এইদিন এসেছিল বলে খুব সহজে লিখে ফেলি
কবিতা বাংলায় তোমায় ভালোবেসে,
এইদিন এসেছিল বলে
দুখিনী বাংলা মায়ের বুকে
বাংলার দামাল ছেলে লালসবুজ পতাকা হাতে
আজও বিজয়ের উল্লাসে।
তিরিশ লক্ষ প্রাণ দান দুই লক্ষ নারীর সম্ভ্রম
আর মহান মুক্তিযুদ্ধা যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় দিবস চূড়ান্ত স্বাধীনতা
জানাই তাদের সম্মান
এই হৃদয়ের গহীন থেকে ।
আজিকার এই দিনে
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহান স্থপতি
অকূতভয় জিয়া উর রহমান বিদ্রোহী মুক্তি সেনা
অস্ত্রাগার লুন্ঠনে ।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
২| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৩| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৪| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:২০
পদাতিক চৌধুরি বলেছেন: মহান স্বাধীনতা দিবসে রইলো শ্রদ্ধার্ঘ্য।
কাব্যে ভালোলাগা।++
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।