নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খালি পেটে মধু আর কালিজিরা,
প্রতিদিন খেতে পারো,
করোনার হাত থেকে রক্ষা
তবেই তুমি পেতে পারো ,
নীরোগ থাকতে কে না চায়
তুমি কেবল মনে রেখো
আমার প্রেম অবশ্যম্ভাবী
তোমার জন্য এর থেকে নেই শেফা
বিধাতা গড়েছেন তোমায়
শুধু আমারই জন্য,
তোমার জন্ম এই বামপাজরের হাড় থেকে
এই খানে বুঝি পৃথিবীর গভীরতম ক্ষত
তাই যেন চিনচিনে ব্যথা,
সোনাপাখি দাওনা কথা
আমায় ফেলে যাবে না কোথা।
এই তো এই খানে যেই খানে তুমি থাকার কথা
এই খানে আর কিছু নেই, শুধু তুমি একা
প্রেম রোগের নেই শেফা ,
অজস্র মানুষের ভীড়ে তুমি না থাকলে
আমি একা, যেন মৃত প্রায় নিদারুণ অসহায়
সোনাপাখি তুমি শুধু আমারই দাও কথা।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
করোনাও ভাবনাকে থামাতে পারে না।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার চিন্তা ঠিকাছে তবে এটা নিয় যথেষ্ট গবেষণার দরকার। আমি পোস্ট দিতে চেয়েছিলাম কয়েকদিন আগে, না দেওয়ার কারণ লোকজন ফালতু মন্তব্য করবে।
মধুর হলো মানুষরে জন্য শিফা। সকলে মধু হজম করতে পারে না। হাদিস পড়লে সতাসত্য জানতে পারবেন।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৪| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৬| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: @ একনিষ্ঠ অনুগত কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৭| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: @চাদগাজী ভাবনা না। গভীর প্রেম হৃদয়ে বাঁধে বাসা।
৮| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: @মোহাম্মদ আব্দুল হক । কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৯| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০
সিগনেচার নসিব বলেছেন: এই রোগের নেই শেফা
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
১০| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরআনে কারিমে আল্লাহতায়ালা নিরাশ হতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে,
‘তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে,
তোমরাই জয়ী হবে।’ -সূরা আলে ইমরান: ১৩৯’
হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের বিষয়টি চমৎকার,
আল্লাহতায়ালা তার জন্য (ভালো বা মন্দ) যা-ই ফয়সালা করেন,
তা-ই তার জন্য কল্যাণকর হয়।’
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি আশাবাদি ওকে আসতে হবে ভালবাসতে হবে ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৯
একনিষ্ঠ অনুগত বলেছেন: রুপকতা বেশ ভালোই হয়েছে।