|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কত শত লাশ পড়ে আছে
পৃথিবীর বুক জুড়ে,
শুধু শবের মিছিল যেন
খোদার গজব নেমে এসেছে
এই অবণীর পরে।
এ যেন চূড়ান্ত অভিশাপ
চিকিৎসা হয়না এদেশে করোনায়
সংক্রমণের ভয়ে, পড়ে থাকে লাশ
যদি যমদূত ছূয়ে দেয়,
তাতে যে শুধু মৃত্যুর উল্লাস,
গোটা পৃথিবী তবু কেন যেন সংঘবদ্ধ নয়,
প্রতারণার কবলে বিশ্বমানবতা আজ
গুম হয়ে থাকে সংক্রমণের খবর
বিনে চিকিৎসায় বেওয়ারিশ কুকুরের মত
পড়ে থাকে লাশ,
মিথ্যে সফলতা দেখিয়ে নির্লজ্জের মত
এদেশে প্রবঞ্চকের উল্লাস,
ঘুম আসে না এদেশে
প্রিয়তমার গণ্ডদেশে শুধু হায়েনার জলছাপ
কালোত্তীর্ণ এক প্রেমে, অশ্রু জল নেমে আসে
ঈশ্বরের আকাশ থেকে।
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:১৬
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এ অবস্থা থেকে উত্তরণের কোন পথ দেখিনা। রিলিফের মাল লুটের জন্য এদেশে ত্রাণ ব্যবস্থা চলছে। লোক দেখানো ভালো মানুষ সেজে সাধু সেজে চুরি করছে। নৈতিকতার বিপর্যয় এর কারণে এ জাতি পরিত্যক্তের মতো পতিত।
৩|  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:৫৩
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:৫৩
নেওয়াজ  আলি বলেছেন: পরিপাটি লেখা । মন ছুঁয়ে গেল লেখা।
৪|  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৯:৫০
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৯:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+
৫|  ৩১ শে মার্চ, ২০২০  দুপুর ১২:০৬
৩১ শে মার্চ, ২০২০  দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না।
সে আসে,যাতে তুমি নতুন পথ খুঁজে পাও ।
৬|  ৩১ শে মার্চ, ২০২০  দুপুর ২:৫৫
৩১ শে মার্চ, ২০২০  দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী আমি কবিতা পোস্ট করা কমিয়ে দেবো। বড়ো গলায় হেব্বি কমেন্ট করবো।
৭|  ৩১ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫০
৩১ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:০৭
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
জাতি পরিত্যক্ত অবস্হায় আছে।