নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমরা কেন লড়বো না মামলা??

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫


আমরা কেন লড়বো না মামলা ??
___________________________
আমরা কেন লড়বো না মামলা,
করোনার বিস্তার করলো যারা,
গণচীন কিংবা ইতালি তাদের বিরুদ্ধে!
আমাদের এই দেশে গোটা পৃথিবীতে,
তাদের কারনে আজিকে মোরা
রূদ্ধ ঘরে বন্দি থেকে
মৃত্যুর প্রহর গুনি রোজ,
মরলো কতো লোক হলো অপূরণীয় ক্ষতি
বাংলার কতো সহজ সরল লোক
এখনো বুঝে না করোনা
কত ভয়াবহ সংক্রামক !
এর জন্য তো তারাই দায়ী,
তাদের কারণে গোটা পৃথিবীতে
ছড়িয়ে পড়েছে এই মহামারী,
কল কারখানা অফিস আদালত বন্ধ
আকাশে বাতাসে আজ দূর্ভিক্ষের গন্ধ
শোকের বাতাস বহিছে ভারী!
এর প্রতিবাদে আমরা মামলা করিতেই পারি,
মানব হত্যার , আর্থিক ক্ষতি পূরণ চেয়ে,
আমরা কেন লড়বো না মামলা তবে?
ভয়াবহ করোনার যারা করলো বিস্তার
তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চেয়ে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ঢাবিয়ান বলেছেন: কোথায় মামলা করা যাবে?

২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো জানি না সুপ্রিয় ব্লগার। আমি তো আইনের লোক ন ই । এটা আমার মনের কথা। এইখানে কোন প্রেম নাই। ও ছাড়া কবিতারা এমন ই হয়।

৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় কবি কে কে ???

দেশ এবং বিদেশে??

৪| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ উল্লেখযোগ্য
বিদেশে স্যার উইলিয়াম শেক্সপিয়ার । আসলে আমি কবিতা পড়তে পছন্দ করি। কবিতার কবি গৌণ বিষয় আমার কাছে। রোমান্টিক, প্যাট্রিওটিজম, মানবিকতা আছে এমন কবিতা আমার ভালো লাগে।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ব্লগার শের শায়েরীকে ওভারসিজ প্রফেশনাল বলছেন কেন, উনি কি বিদেশে থাকেন?

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: উনার কর্ম ক্ষেত্র দেশের বাইরেই তো ছিল।

৭| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনাকে বলি, উনার বুদ্ধিমত্তা মাদ্রাসার শিক্ষকের সমান।

৮| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: যতটুকু জানি স্থলে/ সাগর তলদেশে গ্যাস তেল অনুসন্ধানে উনি একজন দারুন স্কলার। ইতিহাস মিথ ইত্যাদি বিষয়ে উনার আগ্রহ বেশি। সাহিত্যে উনার ব্যাপক পড়া শুনা আছে।

৯| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:


তাবলীগ জামাতের সদস্য ইন্জিনিয়ার হবে হয়তো; সাহিত্য শব্দটা যদি বানান করতে পারে, উনাকে পুরস্কৃত করা উচিত।

১০| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি কোথায়, কানাডা, বৃটেন, নাকি আমেরিকায়?

১১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: @ চাঁদ গাজী ব্লগের মডারেটর সাহেব আপনার এই কমেন্ট পড়ে হার্ট অ্যাটাক করতে পারে। কবিতা না বুঝলেও সে সাহিত্য আর ইতিহাস সমঝদার। অবশ্য আমি মডুকে রম্যকার হিসেবে জানি। শের শায়ে্রী একজন হিট ব্লগার
। উনার ব ই প্রকাশিত হলে পাঠক প্রিয়তা পাবে ভালো ব ই হবে এটাই আমার বিশ্বাস।

১২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: উনি বাংলাদেশে। উনার জব এমন ই । একজন হাই প্রফেশনাল।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


সেলিম আনোয়ার বলেছেন, " উনি বাংলাদেশে। উনার জব এমন ই । একজন হাই প্রফেশনাল। "

-হাই প্রফেশানেলের পোষ্টগুলো অনুপযুক্ত ও অদক্ষরা দখল করাতে বাংলাদেশের এই অবস্হা; সেটা প্রাইম মিনিষ্টার থেকে শুরু করে ডাক্তার, ইন্জিনিয়ার, সবার বেলায়।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাঁদ গাজী উনি উনার প্রফেশনে একজন সফল ব্যক্তি । ব্লগিং উনার প্রফেশন নয়। উনি অবসর সময় সুন্দর এবং অর্থপূর্ণ উপায়ে কাটানোর জন্য ব্লগিং করেন।
আপনি ভালো থাকুন। ব্লগিং দারুন একটি বিষয় । ব্লগিং জ্ঞান লাভ এবং জ্ঞানদান সহ জনসচেতনতা আত্নশুদ্ধি চর্চায়
কার্যকর ভূমিকা রাখতে পারে। একটা জাতি কে সঠিক দিকনির্দেশনা দিয়ে ব্লগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


শের শায়েরী ছাত্রজীবনে পড়ালেখা করেছে বলে মনে হয় না; হয়তো তাবলীগে ছিলো; উনার লেখা ও ভাবনা আসলেই গার্বেজ; উনি চটুল ও বাকপটু, উনি কোন অবস্হায় প্রফেশানেল নন; হয়তো, বুয়েটের কারণে বড় চাকুরী করতে পারে; যেসব ইন্জিনিয়ারেরা দক্ষ নন, তারা বাংলাদেশকে পেছনে টেনেছে।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী এখন সময় ঐক্যগড়ার। আপনি ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.