নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার সকল ভালোবাসা তোমার আহ্লাদ!!!
____________________________________
আমিও রইনো ঘরের কোণে,
প্রাণসংহার কারী এই ব্যাধির,
আমি ওগো চাইনে যে বিস্তার,
হোম কোয়ারেন্টাইনে থেকেই আমরা
পেতে পারি যে নিস্তার,
ভয়ানক কোভিড নাইনটিনের কবল থেকে
বেঁচে থাকার ঐ একটি অব্যর্থ উপায়
আমার জানা আছে।
আমি তোমায় আজও ভালোবাসি দিবানিশি
দূরে থেকে আমি তাইতো বেঁচে থাকি
তোমায় বাঁচিয়ে রাখি রুদ্ধ করে দিয়ে
সংক্রামক এই ভয়ানক ব্যাধির বিস্তার
আমি আশায় বুক বাঁধি
জানি প্রেমের জয় হবে
তাই তোমার জন্য পাঠিয়ে দিই রোজ
আমার প্রেমের কোমল কমল স্নিগ্ধ বাতাস;
প্রেমকাননে প্রস্ফুটিত সুন্দর রক্তগোলাপ।
সামাজিক দূরত্ব বজায় রেখে আসলে
আমার জন্য প্রশস্ত তরো করি রোজ
ওগো তোমার প্রেমের তাজমহলের
ছোট্ট প্রবেশ দ্বার।
জানি প্রেমই জিতে যাবে
অতীতের সব অযাচিত ভেদাভেদ ভুল ভুলে
রোগ ব্যাধি থেকে বেঁচে থেকে থেকে
তোমার মন প্রাণে অঙ্গে অঙ্গে জলতরঙ্গে
আমার প্রেমের শতভাগের
ওগো হয় যেন বিস্তার; যেন বাসা বাঁধে
অঙ্গে অঙ্গে তোমার একান্ত অধিকারে,
তুমি আমি নৌকো নদী প্রেমের সমাচার।
প্রেম মানে না হার নশ্বর এই অবণীতে
প্রেম যেন মহান বিধাতার শ্রেষ্ঠ উপহার
ক্ষণিকালয়ে স্বর্গ গড়ে দিয়ে।
প্রেম এমনই হয় এমনই হবে তো
প্রেম নয়তো অযাচিত,
তোমার আমার প্রেমতো সখি চিরন্তন শাশ্বত ।
দূর হয়ে যাক সব তিমির রাতি
দূর হয়ে যাক সবার সকল ব্যাধি
দূরে গিয়ে হোক লীন সকল অহংকার,
হাজার খাদের মাঝে একান্ত অধিকারে
তুমি যেন আমার হীরের আংটি
সোনার অলংকার ;
গত রাতে মাথার উপর জেগে থাকা
মায়াবী ঐ রুপালি চাঁদ।
আমার সকল ভালোবাসা তোমার আহ্লাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার লেখা অঙবঙ কবিতা।
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: চমতকার।
অতি সুন্দর।
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন দূরত্ব বজায় রাখাই উত্তম।
৬| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা।