নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কি সুস্থ আছো ?
তুমি কি বলতে পারো?
মুখ ফোটে কেমন আছো সেই বারতা?
কাটছে কেমন গৃহবন্দি এই জীবন?
মনে হয় কত যুগ শুনিনি তোমার কথা!
হৃদয়ে তাই ব্যাকুলতা।
তুমি কী বেঁচে আছো নিরুপমা এই মরণ উপত্যকায়?
যদি . থাকো,
বলো নাগো বেঁচে আছো কান পেতে আছি,
যেন এক আকুল ভ্রমরা
শুনতেতোমার কথা, তুমি তো জানো
তোমার এই বেঁচে থাকা আমাকে বাঁচিয়ে রাখে,
মৃত্যু আমার তোমার নিরবতা,
আমার কলম তাইতো লিখে কবিতা
তুমি আমার একান্ত অধিকার
শুনতে কি পাও এ কথা?
সোনা পাখি বলে ওঠো
ভেঙে ফেলো অযাচিত নিরবতা,
কহো কথা আমার সনে
তুমি হীনা এই পৃথিবী শূন্য শূন্য লাগে সবই
কহো কথা কহো ওগো বেঁচে আছো আজও,
তুমি বাঁচলে আমি বাঁচি এক বুক ভরা আশা
তুমি নেই মরুভূমি সবখানে হতাশা, মরুর পিয়াসা।
২| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: নিরুরা বেচে আছে এই টুকু আপনাকে জানাতে পারি।
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল লাগল
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮
মিরোরডডল বলেছেন: 'তুমি হীনা এই পৃথিবী শুন্য লাগে '
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭
বাকপ্রবাস বলেছেন: তোমার আমার মাঝে করুনা ঝড়
নইলে আজ বাজতো সানাই
তুমি বউ আমি বর
৬| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
মানুষ এক সময় মহামারীর কাছে অস হায় ছিলো, এখন সরকার ও মহামারীর কাছে অসহায়।
৭| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর কবিতা
৮| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: Subdeb ghosh কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর রোম কি জ্বলিয়া যাইতেছে।
১০| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: নুরুন নাহার লিলিয়ান কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১১| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: মিরোরডল কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
১২| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: বাকপ্রবাস কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১৩| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী সরকার ও মানুষ । কমেন্টে ধন্যবাদ।
১৪| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার_প্রান্ত কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭
Subdeb ghosh বলেছেন: চমৎকার লিখেছেন!