নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শত ব্যস্ততার রোষানলে ক্লান্ত দেহ
তবুও এই অবুঝ হৃদয় তোমায় খুঁজে
দু'চোখ মুদে____ দারুন মায়ায়।
অভিমানী প্রেম ও কি তবে
ভীষণ রকম সুযোগ সন্ধানী
থেকে থেকে মওকা খুঁজে
কাজের ফাঁকে, ফাঁক গলে ঢুকে পড়ে
অবলীলায় তোমার মাঝে ..
প্রেম খানি মোর দারুন রকম অভিমানী
সুযোগ পেয়ে কেন যেন যায়নি কাছে
দেখেনি তোমায়, বুকে তাই মরুর তিয়াস
তাই আবার থেকে থেকে সুযোগ খুঁজে
অভিমানী প্রেম যদি তোমার দেখা পায়
অপার মায়ায়,
জানি না কী যাদু মায়া আছে
কিগো আছে তোমার মাঝে শুধাই তোমায়?
যা যায় না পাওয়া অন্য কোথাও সতত চাওয়ায়।
কত রূপসীই তো আছে আমার যা চাই -ই চাই
আছে যা শুধু তোমার মাঝে,
আমার সেই অসীম চাওয়া অন্যথা নাই
তাই শুধাই তোমায়।
তোমারও কী তেমন কোন চাওয়া আছে?
আছে যা শুধু আমার মাঝে,
আহা! থাকিতো যদি অপার মায়ায়!
বুঝতে তবে প্রেম আসলে কি? বারে বারে
এই হৃদয় কেন খুঁজে ____ শুধু তোমায়?
প্রেমের লাগিয়া সব ছাড়া যায়..
অপ্রগলভ প্রেম এত সুলভ নাকি? অমূল্য তা।
তুমি __আমি সোনায় সোহাগা
অন্যথা নাই; পাবে না আর এমন জুড়ি
পাবে না তা সতত প্রচেষ্টায় ।
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর ভাল ই লাগছে । খুব ই বৈচিত্র ময়।
ঘরোয়া জীবন কাজের ফাঁকে কবিতা লিখছি পোস্ট দিচ্ছি ।
জমিয়ে রাখছি না মরে গেলেই তো ঠুস। ইদানিং রোজা রাখার পাশাপাশি কুরআন তেলাওয়াত করছি। মসজিদে যাওয়া নিষেধ হওয়ার পর মসজিদে যাওয়ার টান অনুভব করছি । আপনার কেমন কাটছে।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৭
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভূতির প্রকাশ ।
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩
সোহানী বলেছেন: বন্দী জীবনের কবিতা, ইতিহাসতো বটেই। ভালো থাকুন কবি।
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: লকডাউন বা স্বেচ্ছাবন্দির জীবন কেমন লাগছে?
কীভাবে কাটাচ্ছেন আপনার সময়?