নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ নববর্ষ তোমাদের
নব নব শুভ বার্তা যেন আসে তোমাদের জীবনে।
তোমাদের পদচারণা ফুল হোক পাখি হোক
কবিতা গান হোক ধরণীতে,
নদীর বুকে ছুটে চলা জলরাশি হোক
কল কল ধ্বনিতে,
ভেসে থাকা সাদা মেঘ হোক শরতের আকাশে বর্ষণমুখর ক্ষণ হোক, নৌকো নদী হোক বর্ষার নবধারা জলে স্নান হোক,
হেমন্তের নবান্ন হোক, হাড়কা৺পানো শীতে
উষ্ণ কম্বল, ভোরে শিশির ভেজা দূর্বা ঘাসে নগ্ন পা হোক, গ্রীষ্মের দাবদাহে পাকা আম কাঁঠাল হোক পাকা তালের ঘ্রাণ তালপাতার হাতপাখার
সুশীতল বাতাস হোক, প্রখর রৌদ্রে বটবৃক্ষের সুশীতল ছায়াতলে বসে দুদণ্ড শান্তি হোক, প্রেমের সরোবরে পানকৌড়ি ডুব হোক ,
সুখ সমৃদ্ধি হোক, ছায়া সুনিবিড় শান্তির নীড়
হোক, জরা জীর্ণ মুক্ত শুচি শুদ্ধ ধরা হোক
সত্য শাশ্বত সুন্দরের প্রার্থনায় সমৃদ্ধ এক জ্যোতির্ময় জীবন হোক ।
প্রত্যাশার আলোয় প্রাপ্তিযোগ হোক
শুভ বাংলা নববর্ষ ১৪২৭ তোমাদের ,
নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩২
নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতির জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা ।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: চৈত্রের খরতাপে ম্লান হোক সকল জরাজীর্ণতা।
শুভেচ্ছা, বছরের শেষ দিন আজ ছিল শুভ বারতা বয়ে আনুক পৃথিবীর জন্য।
৪| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:২৬
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ সেলিম ভাই।
৫| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী, নেওয়াজ আলী, রাজীব নুর,ইসিয়াক আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকুন সবাই। আনন্দে থাকুন।
৬| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫
ঊণকৌটী বলেছেন: শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইলো। নববর্ষে জগত সংসারে শান্তি বিরাজ করুক।
৭| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫
সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল,সামনের দিনগুলো আমাদের সবার জন্যে ভাল কিছু বয়ে নিয়ে আসুক ।
৮| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ঊণকৌটি সাইনবোর্ড নববর্ষের শুভেচ্ছা।
৯| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও নববর্ষেঅ শুভেচ্ছা জানাচ্ছি।
"প্রত্যাশার আলোকে প্রাপ্তিযোগ হোক" - আপনার জন্যেও রইলো এ শুভকামনা!
কবিতায় প্লাস +।
১০| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮
বিজন রয় বলেছেন: নববর্ষের শুভবার্তা।
ভাল থাকুন সবসময়।
১১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: খায়রুল আহসান আপনাকে ব্লগে সুস্বাগতম। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা আপনার জন্য নিরন্তর শুভকামনা।
১২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় শুভ নববর্ষ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
নববর্ষে, নব-উদ্দীপণায় জাতি মনোবল ফিরে পাক