|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বারান্দায় বসে বসে উষ্ণতা শেষে  বিধাতার 
অপরূপ সৃষ্টি সুশীতল বৃষ্টি চেয়ে দেখি,
আহা !কি অপরূপ শোভা তার ;
তাই অবাক চেয়ে থাকি।
গায়ে এসে লাগে বৃষ্টি ভেজা হিমেল হাওয়া
এ যেন পরম আদরে তোমায় কাছে পাওয়া।
এ যেন এক বৃষ্টি ভেজা মিষ্টি অনুভূতি,
আমার অপ্রগলভ প্রেমে যেন তোমার অনুমতি।
এ যেন অনেক খানি দহন শেষে
বিধাতার অপার রহম অনুমোদন এসে
তোমার আমার প্রেমের সফল পরিণতি।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:২৩
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:২৩
নেওয়াজ আলি বলেছেন: অতি সহজ সরল ও নন্দিত
৩|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:২৬
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন: 
আপনার প্রেম মানে কাছে পাওয়া?
৪|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৩৯
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: এই করোনা কালীন সময়ে বৃষ্টি এবং সাথে একটি বৃষ্টির কবিতা দুটোই মনে প্রশান্তি এনে দিলো ।
৫|  ১৯ শে এপ্রিল, ২০২০  রাত ১২:১৬
১৯ শে এপ্রিল, ২০২০  রাত ১২:১৬
কালো যাদুকর বলেছেন: এ করণাময় জীবনে,
বৃষ্টি দিল প্রাণে,
একটু অবসর,
যেন নিরাশার কবর।
বৃষ্টি এনজয় করুন। আমাদের এদিকে কয়েদিন ধরে বৃষ্টি, ঠান্ডা, পরেছে। এপ্রিল মাসে বৃষ্ট ভাল্লাগে, ঠান্ডা না।
৬|  ১৯ শে এপ্রিল, ২০২০  রাত ৩:৫৪
১৯ শে এপ্রিল, ২০২০  রাত ৩:৫৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
৭|  ১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৪
১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেক্ষা কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৮|  ১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৬
১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।
৯|  ১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৮
১৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী কমেন্টে ধন্যবাদ।
বিনি সুতোয় গাঁথা মালা। অথবা ঘুড়ি নাটাই সুতোয় বাঁধা।
১০|  ১৯ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:২৫
১৯ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:২৫
মলাসইলমুইনা বলেছেন: সেলিম আনোয়ার,  
আচ্ছা, তাহলে সব পেয়েছির আরো বৃষ্টি পড়ুক ---
১১|  ২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫০
২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কথার ফুলঝুরি অনেক দিন পর ব্লগে অভিনন্দন। সুস্বাগতম।
কমেন্টে অনেক ধন্যবাদ।
১২|  ২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫২
২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কালো যাদুকর সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ
১৩|  ২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫৩
২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।
১৪|  ২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫৪
২০ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: মলাসইলমুইনা অনেক দিন পর আসলেন। কমেন্টে অনেক ধন্যবাদ। ব্লগে সুস্বাগতম।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:১৮
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:১৮
প্রেক্ষা বলেছেন: বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম,তখনি আপনার কবিতা এসে হাজির।
কবিতায় মুগ্ধতা।