|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি যেমন থাকি.
তোমরাও যেন থাকো বদ্ধঘরে
আজীবন থাকতে হবে না তো,
 ভেসে যাবো স্বর্গসুখে মিলন প্রহরে।
করোনা মরণযজ্ঞ একদিন ঠিকই থেমে যাবে,
আমরা তখন আবারো ঘরের বাহির হবো
আমরা তখন  যেন অগাধ বিশ্বাসে
একটি পাখির দুইটি ডানা ; মুক্ত বিহঙ্গ 
বাংলার উন্মুক্ত প্রান্তরে 
কাটাবো ক্ষণ মোরা হাওয়ায় উড়ে উড়ে
কোভিড নাইনটিন মহামারী থেমে যাবার পরে।
তখনকার পৃথিবীটা
আরও ঢের বেশি সুন্দর 
আরও মানবিকতরো হবে
এ মম প্রত্যাশা ..
এ যাত্রা বেঁচে গেলে গৃহবন্দি সময় টুকুর কষ্ট
 যাবো ভুলে জানি এক নিমিষে,
তোমায় কাছে পেলে তোমার প্রেমের পরশে।
ওগো আমি ধরবো তোমার হাত
 অনেক ভালোবেসে, 
পরম মমতায় সুপ্রিয় জোড়া কবুতর রূপালী চাঁদ
নেবো তোমারে বুভুক্ষু বুকে জড়িয়ে ,
ওগো তুমি না বলো না
বলিবো না ভালবাসি মুখ ফোটে
এবার তুমি নিজেই বুঝে নেবে
আমাদের পই  পই ভালোবাসা 
যেন যুগ যুগ ধরে ..
খুবতো বেশি দিনের নয়
এই গৃহবন্দি জীবন, 
তুমি শুধু রেখো মনে আমার এই সুদীর্ঘ প্রতীক্ষা
ধৈর্য্য সহকারে, মাত্র তো ক'টা দিন সেই বিচারে
হোম কোয়ারেন্টাইন 
তাই আনন্দেই  যাবে কেটে ভেবে ভেবে
আমি তুমি নৌকো নদী
যেন অনন্ত কাল ধরে...
লকডাউন প্রেম টাউন 
আশা তার ভেন্টিলেশন  মনটাউন জুড়ে
একদিন তোমার বুকে কালবৈশাখী ঝড় হবো অনন্ত যৌবনে।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ২০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:২১
২০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: করোনা মুক্ত হবে মানব জীবন।
৩|  ২০ শে এপ্রিল, ২০২০  রাত ১১:২২
২০ শে এপ্রিল, ২০২০  রাত ১১:২২
নেওয়াজ আলি বলেছেন: ভাইরে এখন করোনার বৈশাখী আপনার বৈশাখী থামান
৪|  ২১ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:০৫
২১ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী দূর্বলরা হেরে যায় জিতে যায় সাহসী।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫২
২০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: করোনাময় কবিতা।