নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যখন শেষ রাত, পৃথিবীটা কতই না স্নিগ্ধ,
এমন সময় খোদার রহমতের অবতীর্ণ হয়
স্রষ্টা তখন দয়াবরাবশ হয়ে ঘোষণা দিতে থাকেন, কে আছে এমন অভাবি,
কে আছে এখন সবিনয়ে প্রার্থনা রত
আমি তার অভাব মিটিয়ে দেব।
কে আছে এমন সুস্থতা যার ভীষণ প্রয়োজন
যে চাইছে দুহাত তুলে দিয়ে দেবো তারে এখন
রমযানের শেষ রাতগুলো এমনই পূণ্যময়
এমন মহেন্দ্র ক্ষণে স্রষ্টার করূনাধারা ঝরে পড়ে
এই অবণীর পরে।
আমি শুধু করি গো প্রার্থনা
বিশ্ব মানবতার তরে
ওগো প্রিয়তমা তুমি ও তেমনটি করো
মহান আল্লাহ যেন দয়াপরাবশ হয়ে
ভয়াবহ কোভিড নাইনটিনের প্রকোপ
দূর করে দেয়; মহান স্রষ্টা যেন
সব মানুষের দেহে এ রোগ প্রতিরোধের
পূর্ণ ক্ষমতা দিয়ে দেন
পৃথিবীর সব মানুষ যেন স্বাভাবিক জীবনে
আবারো ফিরে আসতে পারে
রমযানের শেষ রাতগুলো দারুন পূণ্যময়
এমন সময় হে মানব সন্তান
প্রার্থনা করগো করজুড়ে অগাধ বিশ্বাসে
মহান আল্লাহর অশেষ ক্ষমতা
কুন ফায়াকুনের মালিক তিনি যেন
করোনা মহামারী দূর করে দেন
আকাশে সুরায়্যা তারা উঠার পরে
মহান আল্লাহ চাইলে এখনই সব পারে।
২| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৩| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪
নেওয়াজ আলি বলেছেন:
আল্লাহ সুনিপুণ কারিগর আর আমরা সুনিপুন ফাঁকিবাজ ।