নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঝরা পাতার কাব্য গুলো
লকডাউনে বন্দী থেকে
বিবেকের কাঠগড়ায় যেন এসে দাঁড়ায়
মানুষ কদিন বাঁচে প্রশ্ন জাগে মনে
বেঁচে থাকার আশা তবে কী এখন দূরাশা
সুন্দর এই ভূবনে, মরিতে কে চায়!
বলো
তবুও তো থামে না হায় পাপের উপাসনা
তাই অসততার কাব্য গুলো
দিনে দিনে যেন হয় প্রকটতরো !
তবুও তো দেখি বিদ্বেষ হানাহানি রোজ
অদ্ভুত অমানবিক বোধে ভরা খবরের কাগজ।
প্রহসন যেন তাতে ক্রমাগত স্পষ্টতরো
কি হতে পারে মরণের ও পরে
কেউ লইলো না তার খোঁজ
তবুও খুন তবুও ধর্ষণ তবু ও লুট ত্রাণ,
খুবই সন্নিকটে থেকে শুনেও মৃত্যুর আহ্বান
মনে হয় কেউ বাঁচবে না আর।
প্রতিদিন চারহাজার পরীক্ষায় পাঁচশত আক্রান্ত,
বিশ কোটি মানুষের দেশের
এ যেন নিত্য সচিত্র বৃত্তান্ত;
সহজ সরল মানুষ গুলো তাতে রোজ বিভ্রান্ত।
কোভিড নাইনটিন আক্রান্ত যাচাই শেষ হতে হতে
এই মরণ উপত্যকায় থাকিবে ক'জনে বেঁচে
তার নেই কোন সদুত্তর,
প্রহসনী ক্ষমতার মসনদ যেন বিভ্রান্তি ছড়ায়
দলকানাদের লোকদেখানো বিজ্ঞাপনে ছেয়ে
গেছে গোটা দেশ,
তাদের আচরণে তাদের কর্মকাণ্ডে
দেশ প্রেমের নেই কোন লেশ,
এদেশের মানুষের প্রাণে তাঁরা শুধু ছড়ায় বিদ্বেষ।
অসাধুতা এখনও নেই কিন্তু থেমে
বারে বারে মনে হয় এ যেন অনিয়মেরই দেশ।
এখানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির
নেই কোন শেষ, এটা দল কানারই দেশ।
চোখ থাকতেও অন্ধ তাদের বিবেক দ্বাররূদ্ধ।
মুখে তাদের শেখানো বুলি যেন তোতাপাখি
পাখির মতো মেধা দিয়ে রোজ ডাকাডাকি
আসলে তারা পরাধীন মৃতদেরই মতো।
কোভিড নাইনটিনের চেয়ে ঢের বেশি
বিষাক্ত ভাইরাসে আজ তারা আক্রান্ত ।
হয়তো তারা এখনো নিজেদের ভাবে অমর
তাদের কাছে হয়তো এখনও পৌঁছে নি
উত্তর কোরিয়ার খবর, শয়তানের অক্ষ থেকে
ঝরে গেছে তাদের মতো বিলাসী এক অবতার,
এখনও সময় আছে তাই সাবধান হুঁশিয়ার!!
একা একা লুটে খাওয়ার লোভ এবার ছাড়ো
ভয়ানক এই দূর্দিনে জাতীয় ঐক্য গড়ে
দূর্নীতির আর বিভেদের লাগাম
এবার টেনে ধরো;
এখনো সময় আছে,
এর অন্যথা হলে রক্ষা নেই আর।
২| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: Apnar profile a homayon foridir picture dewa keno ?
৩| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
৪| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সৈয়দ এমদাদ মাহমুদ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৬| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৮| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩১
জাফরুল মবীন বলেছেন: আফসোস করোনায় মৃত্যু আতঙ্কও আমাদের নৈতিকতার অধঃপতন ঠেকাতে পারল না
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আফসো আফসোস । এখনো সময় আছে। মানবতার বর্ম গড়ে ।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: very powerful poem, thanks poet