নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বাড়ছে দিনে দিনে করোনার বিস্তার
অপরিকল্পনার অভিশাপ আর জনতার
অসচেতনতার কারণে,
মৃত্যুর ডঙ্কাই শুধু যেন শুধু বাজে দূরের কাছের
শপিং মল থেকে, অযাচিত শখের বশে পড়ে
ডেকে এনোনা সর্বনাশ তোমার
তোমার পারিপার্শ্বিকতার যেওনা সেইখানে।
দূরে দূরে রেখো তাই ঐ ইফতারের বাজার
বেঁচে যদি থাকো অনেক সুযোগই পাবে
করোনা হয়ে গেলে কেউই আসবে না এগিয়ে
জানো তো করোনাক্রান্ত ডাক্তারও যে পায়নি নিস্তার,
দৃষ্টান্ত আছে অবজ্ঞার রোষানলে পড়ে
তিনি ও হয়েছেন ঘর ছাড়া এই বাংলায়
খোরশেদ আলম তো আর সবখানে নেই
মায়ের লাশ রয়েছে পড়ে দ্বাররুদ্ধ ঘরে
সহসা জানাজার তাই হয়নি আয়োজন।
মনে থাকে যেন সতর্কতাই বেঁচে থাকার
শেষ ভরসা,
তাই তো এই সামাজিক দূরত্ব বজায় রাখা
ভীষণ প্রয়োজন।
সীমিত আকারে লকডাউন তুলায়
আড্ডা বাজের জীবন এখন ঘোর আশংকায়,
করিতে হবে সুকৌশলে তাদের সঙ্গ পরিহার,
আড্ডাবাজ নিজে মরে মারবে এবার তার
বন্ধু আর পরিবার।
এখন তারা, ট্রোজিয়ান ঘোড়া।
প্রিয়তমা, মনে রেখো জন সমাবেশ আর মানুষের ভীড় আততায়ী এখন
তারাই শুধু নিরাপদ যারা মেধাবী আর আত্নসচেতন।
এটা কোন যুদ্ধ বিগ্রহ নয়
গোলাবারুদ অস্ত্র রাজনৈতিক মতাদর্শ দিয়ে ,
আবেগ আর দুঃসাহস মৃত্যু ডেকে আনে
এখন শুধু হতে পারে বুদ্ধিমান আর বিবেক বানেরই জয়।
এখন ধন দৌলত লাগবে না কোন কাজে
যদি তার বুদ্ধি না থাকে।
২| ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৩| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০০
জাফরুল মবীন বলেছেন: সচেতন আহবান অসচেতনদের চেতনা ফেরাতে।ধন্যবাদ কবি।
৪| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জাফরুল মবীন।
মানুষ বেঁচে থাকুক দেশটা ভালো থাকুক অনেক মানবিক এবং সুন্দর একটা পৃথিবী হোক।
৫| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৫০
নেওয়াজ আলি বলেছেন: মননশীল অভিব্যক্তি ।
৬| ০৮ ই মে, ২০২০ রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নেওয়াজ আলি।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: চমতকার।