নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রেমের উদাত্ত আহ্বানে
আকাশের অভিমান ঝড় হয়ে ভেঙে পড়ে
পাখিরা আশ্রয় খুঁজে ফেরে নীড়ে
জানালার কার্নিশে।
নৌকো মাঝি নোঙর ফেলে
উত্তাল নদী দিশেহারা আছড়ে পড়ে তীরে,
নৌকো দোলে নৌকো খেলে নদীর ঢেউয়ে
বৃক্ষের বুকে আছড়ে পড়ে উদাসী বাতায়ন
বৃক্ষ নুয়ে পড়ে অনন্ত যৌবনে
বৃষ্টির পোশাক পড়ে দৃশ্যগুলো
ক্রমাগত ঝাপসা হতে থাকে
তৃষিত প্রেমিকের চোখে।
সূর্যটা আড়ালে লুকিয়ে থাকে
রৌদ্র উজ্জ্বল হাসির প্রতিশ্রুতি লয়ে ,
বৃষ্টিসন্ধ্যায় বিভ্রান্ত করে দেয়াল ঘড়ি।
বৃষ্টিস্নাত ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকে
দাঁড়িয়ে থাকে ভেজা কাক
ডানা ঝাপটায় পাখি বেদনা ঝড়ে পড়ে
ঝরে পড়ে জল মুক্ত বিহঙ্গ যেন ইচ্ছে ঘুড়ি।
বৃষ্টির ভেজা প্রকৃতি সবুজ সতেজ
পেটের উপর উড়ে রঙিন প্রজাপতি
প্রিয়তমা কোথায় তোমার দীঘল কালো চুল
খুলে দাও তারে তবেই হবে মধুর খুনসুটি।
তুমি ইচ্ছে করে ভুল বিন্যাসে
সাজিয়ে দাবার ঘুঁটি
আসলে খেলবে প্রেমের খেলা তারই প্রস্তুতি।
আমি ও ইচ্ছে করেই দিই রাগিয়ে
এভাবেই তোমার আমার প্রেমের কাটিকুটি।
সুন্দরী হলেই হয় না বুদ্ধির ঢেঁকি
অপরূপ রূপে ও তাই তুমি বুদ্ধিমতি।
কোথায় তোমার সাদা পায়রা কুসুম কোমল ওম
সীমিত আকারে খুলে দাও ঐ হীরক উপত্যকা,
নোনা ঠু৺টের উচ্ছাসে উড়িয়ে দাও
সুতীব্র চুম্বন প্রজাপতি,
তুমি কুহেলিকা নও অশরীরী ন ও
রক্ত মাংসে গড়া আমার অপ্সরা ।
বর্ষা হয়ে নামো আমার এই বুভুক্ষু হৃদয়ে
এ আমার উদাত্ত আহ্বান,
আমরা দু'জন বৃষ্টি ভেজা ক্ষণ
আমরা দু'জন রাধাকৃষ্ণ প্রেমের বৃন্দাবন।
অভিমান ভেঙে বুকে উছলিয়া উঠে
প্রণয়েরই ঝড়
ঝড় ওঠে ধূলি উড়ে উড়ে যায় বক..
ধ্যান ভেঙ্গে জেগে ওঠে রংধনু সাতরং ।
২| ০৯ ই মে, ২০২০ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: তা বটে তা বটে । তবে সব সুন্দরীর নয় মাথা মোটা। ওরতো একদমই নয়।
আমার দুজন খেলি কানামাছি
আমরা দু'জন সুখের খুনসুটি,
আমরা দু'জন এখন বাঁধনহারা
আমরা দু'জন প্রেমে লুটোপুটি।
এটা কেমন হলো চাঁদগাজী । মনে আনন্দ নিয়ে শক্তি নিয়ে বাঁচতে হয় । সবাই সচেতন হোক ঘরে থাকুক।
৩| ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে আমিও একটি কবিতা লিখেছি।
৪| ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর বেশতো সময় করে পড়ে আসবো....
৫| ০৯ ই মে, ২০২০ রাত ৮:১৭
নেওয়াজ আলি বলেছেন: বৃষ্টির দিনে রোমান্টিক কবিতা লিখলেন
৬| ০৯ ই মে, ২০২০ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ দুপুর ২:০৭
চাঁদগাজী বলেছেন:
ফানি সব কথা, সুন্দরীদের মাঝে বুদ্ধির ঢেকিও আছে?