নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখনো সময় আছে
এখনো প্রাণ আছে দেহে!
এখনই সিদ্ধান্ত নিতে হবে
প্রবঞ্চক অমর নয়
মানব জীবনের অবলম্বন নয়
কখনই হতে পারে না তা।
মানব ভ্রূণ হত্যা মহাপাপ স্রষ্টার দরবারে।
পারবে না কেহ ফাঁকি দিতে
একদিন পড়বে ধরা
নিরবতা অবোদ্ধতা নয়
জানে সবাই বুঝে সবাই
মনে মনে খুঁজে সদাই মুক্তি
সুনিশ্চিত সফলতার প্রশস্ত পথ।
মিথ্যে তোষামোদে আর কতদিন
ধ্বংস হয়ে যাবে ক্ষণিকের পৃথিবী
রোজ হাশর সঙ্গী হবে প্রিয় বন্ধুগণ
উঠা বসা বলা চলা মিলে যাবে যার সাথে
মহাসড়কে গাড়ি নির্বাচনেই বোঝা যাবে
কার গন্তব্য কোথায় ?
ভ্রান্ত পথিকের হয়না সাফল্যের সন্ধান
এখনই সময় সিদ্ধান্ত নেবার।
প্রবঞ্চক কখনোই শুভাকাঙ্ক্ষী নয়
বন্ধু নয় ।
এমন কি বুদ্ধিমান শত্রু
নির্বোধ বন্ধুর চেয়ে কম ক্ষতিকর।
লোক দেখানো ভণ্ড প্রেমিক হতে পারে না
তাইতো প্রকৃত প্রেমিক একজনই হতে পারে
যাকে বলা যায় পৃথিবী।
এই রকম পৃথিবীর জন্য বাকি সব ছাড়া যায়
এমন প্রেমের কোন তুলনা নাই।
এমন বন্ধুহীনতায় অর্থহীন বাকি সবি।
২| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৪| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৩৫
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম।