|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তিনি থাকতেন 
আমাদের মাথার উপর ছায়া হয়ে।
তিনি আসতেন
আমাদের হাসি খেলায় গানে,
আমাদের ডাকে সাড়া দিয়ে।
আজ তিনিও গেলেন চলে
জীবনের নিয়মে 
শুধু রেখে গেলেন স্মৃতি
আমাদের হৃদয়ে তিনি ঠিকই আছেন
আগামীতেও থাকবেন  ।
আমরা চাইনি তাঁর এমন বিদায়
তবুও চলে যেতে হয়, এ যে ক্ষণিকালয়।
তিনি চলে গেছেন আজ না ফেরার দেশে
দেখা হবে না আর শ্রদ্ধেয় স্যার আপনার সাথে
শুনা হবে না আপনার অমূল্য বাণী,
ব্লগ ডে অনুষ্ঠানে। 
 আপনার বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করি 
আপনি যেখানেই থাকুন ভালো থাকুন
আপনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা । 
হে জ্ঞানতাপস! হে সুধীজন!!
অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলী
আপনার জন্য । হে গুণী, চিরোবিদায়!
অশান্ত এই পৃথিবীর বুক থেকে,
ভাল থাকুন শান্তিতে থাকুন অনন্ত আনন্দলোকে। 
( ড আনিসুজ্জামান স্যারের মহাপ্রয়ানে ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৫ ই মে, ২০২০  রাত ১২:২৯
১৫ ই মে, ২০২০  রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর হ্যাঁ ব্রেকিং নিউজ এটি। স্যার যে ন শহীদের দরজা লাভ করেন।
৩|  ১৫ ই মে, ২০২০  রাত ১২:৩০
১৫ ই মে, ২০২০  রাত ১২:৩০
সোহানাজোহা বলেছেন: রাজীব নুর বলেছেন: ড. আনিসুজ্জামান করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন। - ইজ ইট ট্রু?
৪|  ১৫ ই মে, ২০২০  রাত ১২:৩৩
১৫ ই মে, ২০২০  রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সোহানাজোহা স্যারের করোনা পজিটিভ রেজাল্ট আসাতে পূর্ব নির্ধারিত কর্মসূচি পরিবর্তনের খবর প্রচার করা হচ্ছে।
৫|  ১৫ ই মে, ২০২০  রাত ১:৫৪
১৫ ই মে, ২০২০  রাত ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: শোকার্ত আমরা
৬|  ১৫ ই মে, ২০২০  রাত ৩:৩৮
১৫ ই মে, ২০২০  রাত ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি আমরা গোটা সামহুয়ারইন ব্লগ পরিবার শোকাহত।
৭|  ১৬ ই মে, ২০২০  রাত ২:১২
১৬ ই মে, ২০২০  রাত ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখার সময় জানা আপার কথা মনে পড়ছিল।
প্রচণ্ড দুঃখ নিয়ে বসে থাকা একজন মানুষ।
একজন অভিভাবক হারার অভিব্যক্তি।
ব্লগাররা তারাই বা কি ভাবছিলেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০  রাত ১২:২৭
১৫ ই মে, ২০২০  রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: ড. আনিসুজ্জামান করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন।