নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
গগণে গরজে মেঘ বাড়িয়ে দিয়ে উদ্বেগ মনে
ঘেমে গেছে দেহ মনে হয় থেমে গেছে ক্ষণ
কখন যে বৃষ্টি নামে চেয়ে আছে মম চাতক মন।
পড়ছে বৃষ্টি টিপ টিপ রিমঝিম বৃষ্টি নয় ঠিক
চলছে ঘড়ি টিক টিক ঐতো একটি বাদুড়
উড়ে গেল রিমঝিম বৃষ্টি যেন ডাকতে গেলো
উড়ে হাওয়া শন শন উড়ে যায় সাদা মেঘ
উত্তরে হাওয়ায় মনে যেন করে ভর উৎকন্ঠা তাই
তবে কী বৃষ্টি হবে না
আজ আকাশে নেই কোন জোছনা
যেন তুমি নেই পাশে তাই; কেন যে থাকো না
হায় ভেবে ভেবে কিঞ্চিত যেন বৃষ্টি বেড়ে যায়।
কেন যে আসোনা ওগো মোর অপ্সরা নিরুপমা।
তুমি যদি থাকতে পাশে মম হৃদয়ে উঠতো ঝড়
ভীরু পাখি উতলা মন ভেবে তাই কাঁপে যেন থরোথর।
অতঃপর আসত নেমে সুশীতল বৃষ্টি তুমি হতে ভেজা পদ্ম ,
আমি উত্থিত নাগ উঠতো বেজে বীণ রিন রিন সর্পরাজের খেলা জ্বালা মুখ প্রেমে হবে যে লীন।
লাভার উদগীরণে সম্ভাবনার অংকুরদগম সীমাহীন প্রেরণায়
উজ্জীবিত হয়ে উঠে ভেবে অবলা এই মন তাই।
ধ্যুতছাই তুমি নাই আমার কাছে কেন যে
শুধু জানি
দুজনার মাথা উপর একটাই আকাশ আছে।
ভাবি বসে নিরালায় হায় থাকতে যদি পাশে
দেখাতাম এই বুকটা চিড়ে তুমি হতে প্রজাপতি
এই পেটের নীচে সুরসুরি প্রেম অনুভূতি
নগ্ন চোখে চেখে নিতাম সবটুকু রূপ তোমার;
যা আছে প্রকাশ যা আছে গোপন সবিতো আমার লাগি যৌবনের অনুরাগে একান্তই আপন।
কেন যে তুমি মোর পাশে নাই
মহেন্দ্র এই লগণে,
বৃথাই এই জীবন -যৌবন এমন মায়াবী রাতে
তোমার বিহনে ।
তুমি হীন ধু ধু এই মরুভূমি জীবনে
তোমাকেই শুধু চাই আমি যে সঙ্গমে ।
এই প্রেমে ভুল নাই মেপে মেপে ঠিক তাই।
২| ১৫ ই মে, ২০২০ ভোর ৬:২৯
আবদুর রব শরীফ বলেছেন: কবিতা খেয়ে বেঁচে থাকতে হবে কিছুদিন ৷
৩| ১৫ ই মে, ২০২০ দুপুর ১২:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার অনুধাবন।
কবির চাওয়া যদি খাঁটি হয়ে থাকে তাহলে এ আবেদন নিষ্ফল হওয়ার নয়। কাব্যে ভালোলাগা।
৪| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি এই কবিতা আপনি গতকাল রাতে লিখেছেন।
গতকাল বেশ আকাশ ডেকেছে। বিজলি চমকেছে।
৫| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে গভীর শোকের পড়ে বারান্দায় বসে ছিলাম । তার পর তখনকার প্রকৃতি আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নিল।
কমেন্টে ধন্যবাদ।
৬| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:২৬
জাফরুল মবীন বলেছেন: সুন্দর অভিব্যক্তি।
৭| ১৬ ই মে, ২০২০ রাত ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আব্দুর রব শরীফ হা হা হা
৮| ১৬ ই মে, ২০২০ রাত ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী একেবারে খাঁটি। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯| ১৬ ই মে, ২০২০ রাত ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর আপনি ঠিক বুঝেছেন।
১০| ১৬ ই মে, ২০২০ রাত ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ ভোর ৪:৫৯
নেওয়াজ আলি বলেছেন: আজ আপনার আরো কবিতা পড়লাম। ভালোই লাগে সময় কাটে