নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্রত ও চাওয়া !!!

১৭ ই মে, ২০২০ রাত ১১:৫৪

ব্রত
____

গ্রীষ্মের দাবদাহে ভ্যাবসা গরম
ঘরে যেন তাই লেগেছে আগুন,
বিছানায় পিঠ ঠেকানোই যেন দায়,
এ গরমে তারাবির নামাজ
সাহসে না কুলায় ।
তুমিও আসোনি হায়!
অনুপ্রেরণা কোথায় বলো পাই?
সোনাপাখি তুমি এখন কোথায় ?
মন উতলা খুঁজি শুধু তোমায়
কবিতায় তোমায় ডাকি
বাংলা বর্ণমালায় ।

আমায় নাহোক কবিতা তো
তুমি ভালবাসো;
অপ্সরা পূর্ণিমার চাঁদের মতো
হওগো উত্থিত,____ এই খানে
তুমি আমার ভালোবাসা
জীবনেরই ব্রত ।

চাওয়া
______
আসবে নাকি এক শক্তি শালী ঝড়
বঙ্গোপসাগর থেকে খুলনা হয়ে
সমগ্র বাংলাদেশ উথাল পাথাল
ইথারে আসে ভেসে সেই খবর।

আবারো ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে
আমাদের ম্যাংগ্রোভ সুন্দর বন
কতটুকু করবে প্রতিহত
নিজের বুক করে ক্ষতবিক্ষত
ভেবে ভেবে তাই ঘোর সংশয়ে মন।

ঝড় নয় উষ্ণার্দ্রতা এখন
মাথার ব্যথার কারণ,
হৃদয় মালতি তুমি কোথায়
এই বুকের মাঝে চাইগো তোমায় এখন।







মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

২| ১৮ ই মে, ২০২০ রাত ১২:৪১

আল-ইকরাম বলেছেন: পড়লাম। ভাল লাগলো। ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০২০ রাত ১:৩৯

মাস্টারদা বলেছেন: দারাজ গলায় আবৃত্তি জমবে বেশ

৪| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ভেবেছি কবি তা লিখা ছেড়ে দিবো।

৫| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আল ইকরাম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: Masterda সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

৭| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:১২

নেওয়াজ আলি বলেছেন: মার্জিত ভাষায় লেখা। শুভ কামনা।

৮| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




তাপদাহ দিন দিন বাড়ছে - সামনে আবার কোন বিপদ আছে আল্লাহ জানেন।
আামি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। ভালো থাকুন, শুভ কামনা রইলো।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৯| ১৮ ই মে, ২০২০ সকাল ৮:১৩

জাফরুল মবীন বলেছেন: কবিতার উপরের অংশটুকু পড়ে সহাস্যে একটা কমেন্ট করতে যাব এমন সময় নিচের অংশটুকু পড়ে মনটা খারাপ হয়ে গেল।ছোট্ট একটা দেশ,সীমিত তার অর্থনৈতিক অবস্থা।তার মাঝে করোনা,ডেঙ্গু,আমফান!!! সত্যিই শংকার বিষয়।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: চারিদিকে যেন দূর্যোগের ছড়াছড়ি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.