নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঝড়ো হাওয়া হিমেল হাওয়া
উতলা হৃদয় সুতীব্র চাওয়া,
তবু প্রতীক্ষার মাদুর পেতে
শুধু কাগজকলমের আঁতাতে..
তোমায় খুঁজে পাওয়া।
রং তুলিতে ছবি এঁকে তুমি ভুলিতে গোপন ব্যথা
একাকিত্বে নিজেকে সঁপে দিয়ে।
নিজেকে নিয়তই তুমি দেখো আরশিতে
ওতে কোন লাভ নেই ওভাবে হয় না কিছুতেই
আপনার পরিপূর্ণ দর্শন প্রেমের সন্ধিক্ষণে
উছলিয়া ওঠে রূপ যৌবন।
এই প্রেমিকের কাব্যিক চোখের সমুখে
তুলে দিতো পারো ওগো তুমি নিজেকে,
তবেই খুঁজে পাবে প্রকৃত তোমাকে
যেমন করে খুঁজে পাও
প্রিয় বাংলার অবারিত রূপ
শিল্পীর রং তুলিতে পারো কি ভুলিতে তারে অপলক চেয়ে থেকে বিমুগ্ধ ক্ষণ করো পার।
কতটুকু জৌলুশ মায়াবী ঐ কামাখ্যা দ্বীপে
তোমার কতটুকু রূপের অনন্ত সম্ভার , ঐখানে
কতটুকু প্রেম আছে এই বুকে এইখানে
বুঝে নিতে পারো ওগো তুমি এক নিমেষে
আমার এই চোখে প্রেমের সন্ধিক্ষণে।
ভুলে যাও সব অযাচিত অতীত
অযথা বাক্যবান অনুচিত পিছুটান,
যে সময় চলে গেছে
পাবে না আর কভু তারে ফিরে
সতত প্রচেষ্টায়, এখনই সময় ।
প্রহসন বুঝো যতোটা
কেন যেন ভালোবাসা বুঝো না
অতটা সহজে ,
ভাগ্যে জুটে শুধু ছল চাতুরী যেন
নিজ কর্মদোষে।
ওমা ! ঝড়তো থেমে গেছে
ততক্ষণে কলমে কাগজে
কবিতা লেখা হয়ে গেছে।
২| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। ভালো লাগলো।
৩| ২৬ শে মে, ২০২০ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৪| ২৬ শে মে, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন আপনি কবিতার সাথে ছবি দেন না??? !!!!
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: টেকনিকাল প্রবলেম ।
৫| ২৭ শে মে, ২০২০ ভোর ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।