![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সোনার মেয়ে গো কোথাও যাবো না তো
তোমার প্রেম ছেড়ে।
এই হৃদয় জুড়ে তোমার আবাস
দিয়েছি গড়ে, কতোই না যতনে।
তোমার প্রাসাদ নিজহাতে গড়েছি যেন শ্বেতপাথরে।
সারাটি জীবন এই খানে মম তুমিই থাকো না।
এমন বাসা ভালোবাসা আর কোথাও পাবে না।
আজকের এই ভোরের মতই শ্বেতশুভ্র তা,
আমার প্রেমে কাশফুলের কোমল শুভ্রতা,
আর কোথাও এমন পাবে না।
সুন্দর নির্মল পরিচ্ছন্ন স্বচ্ছ কাচের মতন
মম হৃদয় এমনটি হায় আর কোথাও পাবে না।
তুমি তো জানো ভাঙামন সহসা জুড়া লাগে না
এই হৃদয়টা ভেঙো না, অযাচিত কোনো কারণে।
গতরাতে তোমারে ভালবেসে দিয়েছিনু সব
সোনার স্বপনে।
তুমি ও তোমার করে নিয়েছো
প্রেমের সবটুকু নির্যাস আমার যা আছে
সুতীব্র চুম্বনে ...
আমায় আর দূরে ঠেলো না গো
মানবো না আর কোন অযাচিত বারণে।
এই খানে যা আছে সব তোমার কারণে।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৮ শে মে, ২০২০ সকাল ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন:
সুন্দর+
শুভেচ্ছা নিয়েন।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২৮ শে মে, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩৫
নেওয়াজ আলি বলেছেন: পড়ে মন পুলকিত হল।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২০ ভোর ৬:১২
ডঃ এম এ আলী বলেছেন:
আমার প্রেমে কাশফুলের শুভ্রতা
আর কোথাও পাবেনা এমন
একটু কষ্ট করে নদী তীরে
গেলে দেখবেন তাকে শুভ্র
কাশ ফলেরই মতন ।
কবিতা পাঠেমুগ্ধ
শুভেচ্ছা রইল