নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপ্সরা!!!!

০৫ ই জুন, ২০২০ সকাল ৭:৩৬


তুমি আসোনি তাই যেন আকাশ কেঁদে যায়
না পাওয়ার বেদনায়, দু'চোখ তাই হয় অশ্রুনদী।

কেন আসলে না ?
ওগো মোর প্রিয়তমা, তোমারে শুধাই যদি!
কিসের এতো ব্যস্ততা জীবন নিরবধী?

তোমার কি তবে এই আমাকে ভালোবাসিবার
এতটুকু ফুসরত নাই? তুমি তো আসো নাই!!

তুমি কি জানো না তবে?
তোমার বিহনে এই জীবন যেন বিভীষিকায়।

তুমি কি তবে চাও না প্রিয়তমা?
তোমায় ভালোবাসি শত বাঁধার পাহাড় ভেঙে,
ছুটে আসি তোমার কাছাকাছি ঐ বাহুডোরে।

তুমি কী নও চাঁদের উপমা এই জীবনে
তুমি ছাড়া যা অমাবস্যার নিকষ অন্ধকারে।

মিছেই তবে এই কবিতা লিখা লিখি?
আমি তবে কেমন মানুষ তোমার বিচারে?

অন্ধের হাতি দেখার মতন করেই তবে
দেখলে কি আমারে? বুঝলে কি আমারে?

সোনার মেয়ে গো, তুমি কি চেনো তোমারে?
কখনো কি ভেবে দেখেছো তুমি আমি
সোনায় সোহাগা যাচাই করা কষ্টিপাথরে?

প্রেমই যদি করো ঘৃণা
তবে তুমি ভালো বাসো কী?

আকাশ কুসুম সব কল্পনা না কি?

সারা পৃথিবী যদি আঁধার হয়ে যায়
আশা ভরসার দীপশিখা তবু কিন্তু জ্বলে,
সোনাপাখি প্রেম তারেই বলে!

তাই দূর করো অযাচিত সকল জড়তা,
আমার প্রেম যদি না করো গ্রহণ তোমার জীবন
যাবেই বিফলে।

সোনার বরণ কন্যা তুমি মেঘ বরণ কেশ
তুমি আমার প্রথম প্রেম তুমিই আমার শেষ...


মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২০ সকাল ৮:০৪

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

২| ০৫ ই জুন, ২০২০ সকাল ৯:২৮

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৩| ০৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতার সংখ্যা এখন কতো?

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী গুণে দেখিনি ১৫০০ থেকে ২০০০ হবে।

৪| ০৫ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

মীর আবুল আল হাসিব বলেছেন: আচ্ছা, যারা কবি তারা কি অন্যদের তুলনায় একটু বেশি রোমান্টিক হয়?

পোস্টে ভালো লাগা +++

৫| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আপনাকে একদিন বলেছিলাম আমাকে কবিতা লেখা শিখান।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
আপননি তো লেখেন কবিতা ।

৬| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সায়ন্ত রফিক কমেন্ট এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৭| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী গুণে দেখিনি ১৫০০ থেকে ২০০০ হবে।

৮| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:৫৮

নগর মানব বলেছেন: অপ্সরাকে পেলে আমাদের জানাবেন ।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: নগর মানব ভেবে দেখার মত বিষয়। ও যেমন লজ্জাবতী।

৯| ০৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৫

শের শায়রী বলেছেন: পোষ্টে ভালো লাগা প্রিয় কবি।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: শের শায়েরী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

১০| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: মীর আবুল আল হাসিব হতে পারে

১১| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

১২| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: নগর মানব ভেবে দেখার মত বিষয়। ও যেমন লজ্জাবতী।

১৩| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শের শায়েরী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

১৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০১

বিবেকহীন জ্ঞানি বলেছেন: কবিতার মতো অপ্সরা নামটিও সুন্দর

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.