|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আরও একটি নতুন দিনের সংযোজন
আরও একটি সকাল 
এমনি করে বেঁচে থাকার হিসাব, হয় আজকাল।
দ্বারে দ্বারে ঘুরছে করোনা যেন সাক্ষাৎ যমদূত
তার মরনছোবলে রক্ষা নেই আবালবৃদ্ধবনিতা
একটু ভুলে দিতে হতে পারে চরম খেসারত।
চিকিৎসক ও পায়না পরিত্রাণ মন্ত্রিগণ ও নন
তোমার আমার প্রেম বৃত্ত বন্দী এখন
দ্বার রুদ্ধ ঘরে মন খারাপ করে কোন লাভ নেই
কখন যে হয় অভিসার তোমার সনে
 থাকি বসে সেই অপেক্ষাতেই।
তোমার আমার প্রেমের আলিঙ্গনে হয় যেন  মধুচন্দ্রিমা।
হতাশার আঁধার দূর করে 
ঠোঁটে ঠোঁটে ওঠুক ফোঁটে সুতীব্র চূম্বন।
তোমার স্ফীত বুকে লাগুক এবার 
প্রেমের শিহরণ।
মৃত্যু নয় তোমার আমার হোক এবার 
প্রেমের আলিঙ্গন।
 ১৭ টি
    	১৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৯ শে জুন, ২০২০  রাত ৮:৪৩
১৯ শে জুন, ২০২০  রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ১৯ শে জুন, ২০২০  সকাল ১০:১৪
১৯ শে জুন, ২০২০  সকাল ১০:১৪
জাফরুল মবীন বলেছেন: কবি ভাই কন্ট্রোল! যাদা কন্ট্রোল!! আলিঙ্গনের আহবানে প্রেমিকার সাথে করোনাও এসে পড়তে পারে  
 
জানেনতো "ওয়ান নাইট উইথ করোনা,রেস্ট অব দি লাইফ ইন ভেন্টিলেটর"   
 
করোনা আক্রান্ত হওয়ার পর ডিজি হেলথ কিন্তু সত্যি কথা বলা শুরু করেছেন।গতকাল অনেকদিন পর প্রেস ব্রিফিংয়ে এসে জানিয়েছেন করোনা আমাদের সাথে আরও ২-৩ বছর থাকতে পারে।
  ১৯ শে জুন, ২০২০  রাত ৮:৪৫
১৯ শে জুন, ২০২০  রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন বলেছেন: কবি ভাই কন্ট্রোল! যাদা কন্ট্রোল!! আলিঙ্গনের আহবানে প্রেমিকার সাথে করোনাও এসে পড়তে পারে
  
 
জানেনতো "ওয়ান নাইট উইথ করোনা,রেস্ট অব দি লাইফ ইন ভেন্টিলেটর" B:-)
  
    
করোনা আক্রান্ত হওয়ার পর ডিজি হেলথ কিন্তু সত্যি কথা বলা শুরু করেছেন।গতকাল অনেকদিন পর প্রেস ব্রিফিংয়ে এসে জানিয়েছেন করোনা আমাদের সাথে আরও ২-৩ বছর থাকতে পারে।    
আল্লাহ ভরসা ।  বীরভোগ্য বসুন্ধরা ।
৩|  ১৯ শে জুন, ২০২০  সকাল ১০:২৩
১৯ শে জুন, ২০২০  সকাল ১০:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
তাই হোক তবে।
কবিকে করোনাকালীন নিরাপদ কোয়ারেন্টিনের শুভেচ্ছা!
  ১৯ শে জুন, ২০২০  রাত ৯:০০
১৯ শে জুন, ২০২০  রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ১৯ শে জুন, ২০২০  সকাল ১০:৪১
১৯ শে জুন, ২০২০  সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহজ ভাষা। সুন্দর আবেগ।
  ১৯ শে জুন, ২০২০  রাত ৯:১১
১৯ শে জুন, ২০২০  রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ১৯ শে জুন, ২০২০  সকাল ১১:১২
১৯ শে জুন, ২০২০  সকাল ১১:১২
প্রেক্ষা বলেছেন: আপনি এতো সুন্দর কবিতা লিখেন কীভাবে???
  ১৯ শে জুন, ২০২০  রাত ৯:১২
১৯ শে জুন, ২০২০  রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: জটিল প্রশ্ন। সত্যি কী এতো সুন্দর লিখি?
৬|  ১৯ শে জুন, ২০২০  দুপুর ১২:৩২
১৯ শে জুন, ২০২০  দুপুর ১২:৩২
শোভন শামস বলেছেন: লিখে যান, ভাল লিখেছেন
  ১৯ শে জুন, ২০২০  রাত ৯:১৮
১৯ শে জুন, ২০২০  রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭|  ১৯ শে জুন, ২০২০  দুপুর ১২:৫৩
১৯ শে জুন, ২০২০  দুপুর ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখাটা। মুগ্ধ।
  ১৯ শে জুন, ২০২০  রাত ৯:৪৮
১৯ শে জুন, ২০২০  রাত ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮|  ২০ শে জুন, ২০২০  সকাল ৮:২৪
২০ শে জুন, ২০২০  সকাল ৮:২৪
বিজন রয় বলেছেন: আলিঙ্গন বেঁচে থাকুক, পবিত্র থাকুক।
গভীর!
  ১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১৯
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯|  ২০ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:০২
২০ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:০২
ইসিয়াক বলেছেন: 
বাহ! সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০  সকাল ৯:২৭
১৯ শে জুন, ২০২০  সকাল ৯:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু-------