নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আযান !!!!

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪



মুয়াজ্জিনের আযান শুনি অপার মুগ্ধতায়
আমি ছুটে যাই আনমনে মসজিদ প্রাঙ্গনে তাই
স্রষ্টার আদেশ পালনে তবেই যদি মুক্তি মেলে
বিশ্বমানবতার , জানি আর কেহ নাই কিছু নাই
তিনি এক ও অদ্বিতীয় এই বিশ্ব চরাচরে
তিনি ছাড়া আর কোন উপাস্য নাই এই ধরাতে।

আর কারো নেই কোন ক্ষমতা
স্তূতি বন্দনা করি তার আহা দূর মসজিদ থেকে
ভেসে আসে আযান, স্রষ্টার প্রার্থনার আহ্বান।

সব কাজ ফেলে ছুটে যাই আল্লাহর প্রার্থনায়
এর চেয়ে বড় কাজ মানুষের নেই আর ধরাতে
স্বার্থক জীবন তার আল্লাহ তে যার পূর্ণ ঈমান
দিন যার কেটে যায় মহান আল্লাহর প্রার্থনাতে।

আল্লাহর প্রার্থনায় মুয়াজ্জিন ঐ ডাকে আযানে
সালাতের জন্য আসো, আসো মঙ্গল সাধনায়
আল্লাহ সুমহান , মুহাম্মদ (সঃ) তার রাসূল
মহান আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই।


বি: দ্র : এই রকম একটা কবিতা কবি শামসুর রাহমান লিখতে পারেন নি। পারবেন কি ভাবে। তাঁর ধ্যান ধারণা অন্যরকম। আমি ও তাই এই কবিতা লিখলাম। বেঁচে থাকলে আর ও অনেক লিখবো। কোন এক প্রজন্ম তখন তুলনা করবেন শ্রদ্ধেয় শামসুর রাহমান নাকি আমার কবিতায় মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করেছে ও বেশি উপকৃত হয়েছে।

[কবিতার নাম যেহেতু আযান তাই মালয়েশিয়ার পুত্রজায়ার একটি বিখ্যাত মসজিদের ছবি দিলাম নিজস্ব ছবি এলবাম থেকে)

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৭

আমি তিতুমীর বলছি বলেছেন:

বি:দ্র টুকু না লিখলে পারতেন, কারণ আপনার লেখার মূল্যায়ন করবে পাঠক, আপনি যদি নিজেই সে কাজ করেন তা ভাল দেখায় না, শামসুর রহনাম তার বিশ্বাস, দর্শন নিয়ে লিখেছেন, আপনি আপনার বিশ্বাস দর্শন নিয়ে লিখতে থাকুন, পাঠকরা মূল্যয়ন করবে।

১৯ শে জুন, ২০২০ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। তবু আমি কবিতা লিখি আমার লক্ষ্য প্রিয় কবি রবীন্দ্র নাথের চেয়ে উপরে পৌছানো কবিতা লিখে। সেখানে শামসুর রাহমানের নাম উল্লেখ করতে হলো। আচ্ছা আমার কবিতায় থাকবে ভূমিধ্বসের পূর্বাভাস । টানা কয়দিন বৃষ্টি হলে পার্বত্য এলাকায় ভূমি ধ্বস হবে কিংবা মানুষকে জ্ঞান বিজ্ঞানে আগ্রহী করে তোলা মানবিক সামাজিক করে তোলা সাম্য প্রতিষি্ঠত করা । ধর্মীয় কুসংস্কার ভ্রান্ত ধারণা মুক্ত করা ব্লা ব্লা ব্লা । মানুষ বা পাঠক মূল্যায়ন করবে সেটাই স্বাভাবিক । এখানে আরও কিছু বিষয় আছে আমার প্রথম বই প্রকাশ করতে গিয়ে কবি প্রকাশকদের সঙ্গে মিশে শুধু নিজের নয় অন্যদের বুঝার সীমাবদ্ধতা টুকু উপলব্ধি করেছি দারুন ভাবে । কবিগুরু মাইকেল নজরুল জীবনবাবু অতটুকু পর্যন্ত ভাবতে সাচ্ছন্দ বোধ করি। আযাদ স্যার শামসুর রাহমান আলমাহমুদ তাদের পড়েছি । যাক আমি আর বাকি টুকু বলতে রাজি নই । একসময় আর পড়ি না । অন্য কারও কথা যদি কমন পড়ে যায় সেটা আলাদা বিষয় সেটা তারা তাদের মত করে বলেছেন । আমি বলবো এখনকার প্রেক্ষাপটে বিজ্ঞান ধর্ম রাজনীতি দর্শন প্রেম কোনটা বাদ পড়বে না তার পর দেখা যাবে । আমার মাঝে অহংবোধ নেই কোন। হা কবিগুরু আমার প্রিয় কবি।

সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। আমার শরৎ বাবুর একটা কথা মনে আছে উনার কাছে রবী কবিকে হেয় করে উনাকে বড় করে কমেন্টের জবাবে উনি বলেছিলেন "আমি লিখি আপনাদের জন্য আর রবি বাবু লিখেন আমাদের জন্য" । ভবিষ্যৎ বলে দিবে ।

২| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
বাংলাদেশে পিন্টিং মিডিয়া সহ শিক্ষা ধ্বংস হয়েছে ভারতীয় ও বাংলাদেশী টিভি চ্যানেলের আগ্রাসনে। আজ আপনাকে গর্ব ও দুঃখের সাথে বলছি আজ প্রিন্টিং মিডিয়া এভাবে ধ্বংস না হলে আপনার কবিতা সহ ব্লগের গল্প আমি ছাপাতাম আমাদের নিজস্ব ম্যাগাজিন ছিলো “পরিবহন - পরিক্রমা” নামে। এই ত্রৈ মাসিক ম্যগাজিনটি সম্পূর্ণ বিনা মূল্যে আমরা দুর পাল্লার যাত্রীদের বিতরণ করেছি। সন ১৯৯৩-১৯৯৮। সপ্তাহিক যায়য়ায়দিন এর শফিক রেহমান স্যারের উচ্চবিলাসী বোকামীর কারণে আমাদের পত্রিকাটি বন্ধ করতে হয়। তিনি নিজেও বন্ধকী হয়ে যান - অনন্তকালের জন্য।

সেলিম আনোয়ার ভাই, আপনি ঠাকুরমাহমুদের কাছে কবিতার জাদুকর। আপনি সামহোয়্যারইন ব্লগের কবিতার জাদুকর। আপনার কতিবা যারা মূল্যায়ন করার তারা সব সময় মূল্যায়ন করবেন।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুরমাহমুদ আপনি আমাকে কমেন্টে উৎসাহিত করেন । আরও বেশ কয়েকজন আছে ব্লগ বিষয়ে ডেডিকেশনের বেলায় আমার কমতি নেই ।

আমি একজন ব্লগার এটা আমি গর্ব সহকারে বলতাম । এমন করিনি কখনো যে আরে মাঝে মাঝে কিছু ইভেন্টের পোস্ট দিয়ে চলে আসি তারপর ব্লগ বিষয়ে উন্নাসিকতা এমন না ।

একনিষ্ঠতা আমার কাছে সব থেকে দামি ও দরকারি। কে আমারে তেল মারে ওসব না ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: শামসুর রাহমান না লিখলেও কাজী নজরুল ইসলাম কিন্তু লিখেছেন।

আপনার কবিতা অতি চমতকার হয়েছে।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর
কাজী নজরুল অনেক কিছু লিখেছেন । বিজ্ঞান নিয়ে তিনি বেশি কিছু লিখতে পারেন নি ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৩

নাসরীন খান বলেছেন: কবিতাটি ভাল লাগ।

১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লিখেছেন।

২০ শে জুন, ২০২০ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২০ শে জুন, ২০২০ রাত ৩:৫৪

জোবাইর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
সব কবিকেই ধর্ম নিয়ে কবিতা লিখতে হবে এমন কোনো কথা নেই। অনেকে কোনো ধর্মের কথা উল্লেখ না করে সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য নিয়ে কবিতা লিখেছেন।

"কোন এক প্রজন্ম তখন তুলনা করবেন শ্রদ্ধেয় শামসুর রাহমান নাকি আমার কবিতায় মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করেছে ও বেশি উপকৃত হয়েছে।"
বর্তমান প্রজন্মের লাইফ স্টাইল দেখে আমার মনে হয় আগামী প্রজন্ম কবিতা নিয়ে চিন্তা করা দূরে থাক আদৌ কোনো কবিতাই পড়বে না :(

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । দেখা যাক ভবিষ্যৎ কি বলে ??

৭| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:১০

বিজন রয় বলেছেন: এই কবিতাটি পড়ে সেই কবিতাটি মনে পড়ল...... " কি মধুর আযানের ধ্বনি"

লিখুন অজস্র কবিতার কবি।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয়

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ইসিয়াক বলেছেন:




সুন্দর

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২২ শে জুন, ২০২০ রাত ১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আজান নিয়ে আপনারটা নিয়ে দুইটা কবিতা পড়লাম। ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.