নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আপনিও চলে গেলেন...

২০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪



আপনিও চলে গেলেন
কোথায় গেলেন ?
কি নিয়ে গেলেন ?
প্রাসাদ প্রতীম বাড়ি, বিলাস বহুল গাড়ি
সোনা-দানা, দামি গহনা, টাকা— কাড়ি কাড়ি
কয়েক বিঘা জমি, কিছু কি পেলেন ?

জানি রিক্ত নিঃস্ব হাতে শবের মিছিলে
কবর শশ্মান অথবা কফিনে, অন্তিম যাত্রা।

সবশেষে আপনিও কেবল— একটি মৃত দেহ,
নিরব নিথর একা।

আপনার তথাকথিত আদর্শ
দলভারি করার ঠুনকো সরঞ্জাম
ঐপারে অর্থ হীন— এই পারে বদনাম।

কত টুকু ঘৃণা অথবা ভালোবাসা
আপনার অর্জন ?
লোভের সংবরন কতটুকু করতে পেরেছেন?
আপনিই তা ভালো জানেন ।

আমাদের প্রধান ব্যস্ততা এখন
আপনাদের বিদায়ে, সমবেদনায়—
আক্রান্ত আরোগ্য মৃত্যুর পরিসংখ্যানে,
এসবে নিহিত রয়েছে— মানব সভ্যতার ইতিবৃত্ত।

তবুও পৃথিবী থেমে নেই
অসার এই স্তূতি বন্দনা একই রকম চিত্র
খুন ধর্ষণ যুদ্ধের দামামা,
প্রচণ্ড অহংবোধ আত্মগরিমা— করোনার দর্পনে
প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট।

আইয়্যামে জাহেলিয়াত
যেন এখন তথাকথিত আধুনিকতা,
ইবলিশের কুপ্ররোচনায়
নমরুদের খোদায়ি দাবি— ভিন্ন আঙ্গিকে এখন।

ক্রমাগত হত্যায় সিদ্ধহস্ত ভৃত্য,
স্বয়ং ভাগ্যবিধাতাও এখন আর যেন নয় নিরাপদ ।

পরিশেষে অর্থহীন;

এই সব অযাচিত ব্যস্ততা,
বিবেক ও বোধের উপর
শামুকের খোলসে গুটিয়ে থেকে সর্প দংশন।

অর্থহীন
প্রেমহীন অমানবিক জীবন।




ছবি: গুগুল

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:০২

অজানা তীর্থ বলেছেন: এক দল মানুষ কখনো সচেতন হবেনা, তাঁরা শুধু এই দুনিয়ার কথাই ভাবে, ঐ দুনিয়ায় হিসাব বড্ড কঠিন হিসেব তাঁরা এখনও বুঝেনা। সুন্দর লিখেছেন।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা। 

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
দুনিয়া থেকে সব দুঃখ কষ্ট আর রোগ দূর হোক।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসান মাহমুদের মতে, বিএনপি'র নেতারা ঘরে বসে থাকায় বেঁচে যাচ্ছেন...

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৪০

জাফরুল মবীন বলেছেন: আমার পঠিত আপনার লেখা অন্যতম সেরা কবিতা।

কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন ,

কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঙ্কু বলেছেন: সবচেয়ে আপনিও কেবল- একতা মৃতদেহ !! - সেই রকম লেখছেন সেলিম ভাই!

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

ইসিয়াক বলেছেন:




কবিতায় ভালো লাগা।
শুভকামনা।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৩৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: ফাঁসির হুকুম হয়ে গেছে এখন শুধু দিনক্ষণ দেখে কার্যকর করা বাকি।
আল্লাহ সকল মুমিন মুসলমানদের ক্ষমা করুন।

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২২ শে জুন, ২০২০ রাত ১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাবলীল ও বর্তমান সময়ের প্রাসঙ্গিক লেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.