নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মনের কথা হয় চোখে চোখে
যেন সেই— অনাদিকাল থেকে,
চোখের ভাষার শুধু নিরব পাঠে
আমরা দু'জন আছি যেন মেতে।
দিনে দিনে অনেক বেলা হলো
চোখে চোখে অনেক কথা হলো,
এই শরীর খুঁজে এখন তোমার ঐ শরীর
যেন তোমার প্রেমে অধীর।
মনের জানালাটা এবার তবে খুলো
তোমার প্রেমের ছোট্ট ঘরে
এই আমাকে নাও ওগো ভরে
একটু একটু করে— ওগো পরম আদরে।
এই চোখে এক সমুদ্র
ঐ চোখে নদী,
ভালোবাসা মানে শুধু এই হয় যদি
তবে কেমন লাগে বলো?
তোমার ঐ যৌবন কলস
হোক এবার কামনার জলে টলোমলো।
তোমার ভারী নিতম্বের সাত রঙ্গি ভাঁজ
আমার লাগিয়া— এবার না হয় খুলো।
না না, শুধু চোখে চোখে কথা— আর হবে না
এখন বর্ষাকাল।
ঐ যুবক নয় শুধুই আমার সনে
তুমি শুধু কইবে ওগো কথা
ভালোবাসার— টক মিষ্টি ঝাল...
তোমার প্রেমের নদী এবার ব্যস্ত হয়ে ওঠুক
আমার পালতোলা এই নৌকো চলাচলে।
২১ শে জুন, ২০২০ রাত ৮:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০৩
নেওয়াজ আলি বলেছেন: একরাশ মুগ্ধতা ।
২১ শে জুন, ২০২০ রাত ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৩| ২১ শে জুন, ২০২০ রাত ৯:২৪
সাইন বোর্ড বলেছেন: প্রেম এবং আশাবাদ, একই নাও এ দুজনে ভেসে চলা...
অনবদ্য লাগল !
২১ শে জুন, ২০২০ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৪| ২১ শে জুন, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: প্রতিদিন এত এত কবিতা পড়ি অথচ একটা ভালো কবিতা লিখতে পারি না। আফসোস।
২১ শে জুন, ২০২০ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়তে পড়তে একসময় পারেবেন। কবিতা আ্ত্নার কথা । শত ভাগ নিবেদিত হয়ে লিখলে কবিতা হয়ে যায় । এটা প্রচেষ্টার ব্যাপারও বলা যায় । কবিতার রমনী আপনাকে দিয়ে কবিতা লিখিয়ে নিবে। তার জন্যে শতভাগ ভালবাসা চা্ই ।
কমেন্টে আবারও ধন্যবাদ ।
৫| ২২ শে জুন, ২০২০ রাত ১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহজ ভাষায় ও ছন্দে লিখেছেন তাই আমার মত পাঠকও পড়ে আনন্দ পেল। কঠিন ভাষার কবিতা আমি বুঝতে পারি না। ধন্যবাদ।
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৬| ২২ শে জুন, ২০২০ ভোর ৬:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
চোখের ভাষা যদি বুঝতে পারি,
না বলা কথা যদি শুনতে পারি
তবে করিনি তো ভুল আমি এক চুল
তুমি যে আমার ওগো তুমি যে আমার
- কুমার সানু
মন্তব্য কি যথার্থ হয়েছে সেলিম আনোয়ার ভাই?
২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২০ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।