|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
  
 
এক বিকেলে তুমি আমি— দারুন বৃষ্টিস্নাত
এক বিকেলে গোধূলির আবির মেখে গায়ে,
এক বিকেলে তোমার কোলে মাথা রেখে
 ধানমন্ডি লেকের ধারে  আকাশে দৃষ্টিরত,
— প্রেমে বাঁধা মানবো না তো ।
এক বিকেলে নায়ে, জলের কলকল ধ্বনি;
নদীর জল— তোমার নগ্নপায়ে..
এক বিকেলে সমুদ্রস্নান, তুমি নূপুর পায়ে। 
এক বিকেলে রিকশায় করে তোমার স্কন্ধে হাত 
এক বিকেলে তোমায় লয়ে— সুখের জলপ্রপাত ।
এমন অনেক এক বিকেল— দেয় যেন হাতছানি
এমন অনেক এক বিকেল হোক শুধু তুমি-আমি ।
আজকের এক বিকেলে লিখে দিলাম— একটি কবিতা
আগামীর অনেক বিকেল,
তোমার-আমার শাশ্বত প্রেমে পায় যেন পূর্ণতা ।  
 ১৮ টি
    	১৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২|  ২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ, সুন্দর হয়েছে।
  ২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৩৩
২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন
 কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩|  ২২ শে জুন, ২০২০  রাত ১০:০২
২২ শে জুন, ২০২০  রাত ১০:০২
নেওয়াজ আলি বলেছেন: পাঞ্জল শব্দের গাঁথুনি।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪২
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪|  ২২ শে জুন, ২০২০  রাত ১০:৫৪
২২ শে জুন, ২০২০  রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতা আমি সুরভিকে আমার এই ভাঙ্গা গলায় আবৃত্তি করে শুনালাম।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৩
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ব্যাপার। কেউ একজন তো আবৃত্তি করলো। তা কেমন হলো আবৃত্তি??
৫|  ২২ শে জুন, ২০২০  রাত ১১:২৪
২২ শে জুন, ২০২০  রাত ১১:২৪
ডঃ এম এ আলী বলেছেন: 
কবিতায় মুগ্ধ। 
কামনা করি আগামী বিকালগুলি
পাক প্রেমের পুর্ণতা ,চলুক নিরবদি
প্রেমের কবিতা লেখা । 
শুভেচ্ছা রইল 
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৪
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে করোনা জয়ী ডঃ এম এ আলী । মন্তব্যে অনুপ্রাণিত ।
৬|  ২৩ শে জুন, ২০২০  সকাল ১১:১১
২৩ শে জুন, ২০২০  সকাল ১১:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: বিকেলগুলো কেমন যেন।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৫
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: রুদ্ধদ্বার বিকেলগুলো আসলে কেমন যেন??
৭|  ২৩ শে জুন, ২০২০  দুপুর ১:০৪
২৩ শে জুন, ২০২০  দুপুর ১:০৪
পদ্মপুকুর বলেছেন: এমন অনেক বিকেল আমাকেও হাতছানি দেয় কবি, তখন বলতে ইচ্ছে হয়- তুমি আমার শীতের বিকেলে এক টুকরো হলুদ রোদ কেন?
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৬
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন রকম উপলব্ধি চমৎকার কথা বলা। মন্তব্যে কৃতজ্ঞতা পদ্ম পুকুর ।
৮|  ২৩ শে জুন, ২০২০  রাত ১০:৪০
২৩ শে জুন, ২০২০  রাত ১০:৪০
শেরজা তপন বলেছেন: ভাল লাগল ভাই।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৬
২৪ শে জুন, ২০২০  সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯|  ২৫ শে জুন, ২০২০  সকাল ১০:৪০
২৫ শে জুন, ২০২০  সকাল ১০:৪০
এম ডি মুসা বলেছেন: এক বিকেলে ভালবাসা সুন্দর লেখা একটি ।।
  ২৫ শে জুন, ২০২০  সকাল ১১:০৪
২৫ শে জুন, ২০২০  সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
২২ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
পদাতিক চৌধুরি বলেছেন:
এক বিকেলে তোমাকে নিয়ে দারুণ সুখানুভূতি।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা জানবেন।