নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আবারো উৎসব হবে লুটের- আত্মসাতের ,
আবারো পুকুর চুরি হবে, নতুন পৃষ্ঠ পোষকের
হয়তো হবে আবির্ভাব , শুধু মওকা বুঝে
পরিবর্তিত হবে কালো টাকার অবাধ বৃত্তায়ন !
একই ভাবে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে
দায়মুক্ত হবে শিয়াল ও শকুনের দল ,
এভাবেই তো চলছে সুদীর্ঘ দিন থেকে ..
রূপসী রমনীও পৃথিবী
এখন আর বীরভোগ্যা নয় যেন
পাপীষ্ঠের মনোরঞ্জনে যেন মত্ত দলিত পদ্ম।
মনের অজান্তেই ভোগ বিলাসিতার সামগ্রী যেন
অর্থের নেশায় এখন বুঁদ হয়ে থাকেন ঈশ্বর,
সততা এখন অযোগ্যতার প্রমাণ বহণ করে শুধু
চোখে আটা চশমা জাদুর ভেলকিতে
যেন অন্ধ করে রাখে সারা বিশ্ব,
শুধু কবির বুকে থেকে যায়
প্রিয়তমার প্রণয়ের স্বাদ
প্রেমহীন কবি যেন একান্তই নিঃস্ব।
১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: তাৎপর্যপূর্ণ কমেন্ট । তারপর দুষ্ট চক্র থেকে আর হয় না পরিত্রাণ সতত চেষ্টায় । অথচ সততার বিকল্প নাই । এই ব্যক্তি এবং সমাজিক অবক্ষয় ত্বরান্নিত হয়। মুখপাত্র কয়দিন ভীন্ন পরিচয়ে কীটপতঙ্গের মত ডালে ডালে ঘুরে বেড়ায়। সব দাগ কি আর মুছে ফেরা যায় । থেকে যায় মানুষের মনে ।
২| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৪:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুগ্ধ ।
কবিরা কেবলই প্রেমময়
হয়না তারা কভু নিঃস্ব।
শুভেচ্ছা রইল
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ এভাবেই থাকবে, এভাবেই চলবে; কারণ, এখানে শিক্ষিত ও বুদ্ধিমান মানুষের অভাব আছে।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সততা দেশপ্রেমের অভাব আরও বেশি ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৯
নেওয়াজ আলি বলেছেন: শাহেদ নাকি এক জন মন্ত্রীর আশ্রয় আছে। সম্মানজনক গ্রেফতার করার জন্য কথা হচ্ছে । জানি না নিউজটা সত্য কিনা ।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: এসব আশ্রয় প্রশ্রয় না থাকলে পুকুর চুরি করবে কিভাবে??
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:১১
কবীর হুমায়ূন বলেছেন:
একদিন এই সকল নষ্টদের থেকে বাংলাদেশ বের হয়ে আসবে, এ প্রত্যাশায় আছি। কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগলো। কবির মনের আক্ষেপের কথা খুবই কাব্যিক ও সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। শুভ কামনা।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ১০ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪
অচেনা হৃদি বলেছেন: স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, স্বপ্ন সত্যি হোক না হোক, লালন করে যেতে তো সমস্যা নেই।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সভ্য পৃথিবীর চেয়ে বেশি দরকার সভ্য স্বদেশ ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭
জুন বলেছেন: আমরা আর কখনোই সভ্য ভদ্র আদর্শবান হবো না সেলিম আনোয়ার। এটা মেনে নিয়েই আমরা গুটিকতক মানুষ দিন কাটয়ে যাবো এই পৃথিবীতে। কবিতায় ভালো লাগা রইলো।
+
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: তবু আশায় বুক বাধি হয়তো হবে কোন এক সময় ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কবিতা। লুটের উৎসবে মনে হয় প্রেম ভালবাসাও ভোগ্য পণ্য হয়ে গেছে। তাই বুঝি কবির কণ্ঠে সত্যিকারের প্রেমের জন্য ব্যাকুলতা।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
যথার্থ কমেন্ট । আমি চাওয়া আমার নিরুপমা। অপার ভালবাসায় ।
৯| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: বাংলাদেশ এভাবেই থাকবে, এভাবেই চলবে; কারণ, এখানে শিক্ষিত ও বুদ্ধিমান মানুষের অভাব আছে।
১০০% সহমত।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী বিজ্ঞ ব্লগার ।
১০| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: আমি আমার এই দেশটাকে অনেক ভালোবাসি। অথচ দেশের জন্য কিছুই করতে পারলাম না।
১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন হয়তো সব হবে ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১১| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: দেশাত্ববোধক কবিতায় ভালো লাগা।
১২ ই জুলাই, ২০২০ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ার প্রহর
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য । আপনার নিকটি খুব সুন্দর ।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ার প্রহর এসেছে একটা গান আছে আমার খুব প্রিয় ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২০ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: দেশ নষ্টদের দখলে চলে গেছে।
দুষ্ট লোকেরাই ভালো থাকে এই সমাজে।