নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এবারের কুরবানি হোক নতুন মাত্রায়
ত্যাগের শপথে ফের উজ্জীবিত হয়ে
এবারের কুরবানি হোক দৃঢ় অঙ্গীকার
দূর্নীতি কালোবাজারি পরিহার করে।
এবারের ইদ হোক শুধু নীরোগ পৃথিবীর
এবারের ইদে ধরা হোক ছায়া সুনিবিড়
এবারের ইদে করোনার হোক অবসান
মহান করুনাময়ের অপার করুণা লয়ে ।
এবার তবে শেষ হোক অমানবিকতা সব
তোমার আমার প্রেম, আরও প্রগাঢ় হোক
অতীতের সব বাঁধা তুচ্ছ করে অবহেলায়,
আরও স্বতস্ফুর্ত হোক অবাধ পদচারণায়।
তুমি যা শুনেছ অযাচিত উদ্দেশ্য প্রণোদিত
আজও তারা মিথ্যের বেসাতি করে বেড়ায়
আজও যারা আমাদের মিলন অভিপ্রায়ে
প্রলুব্ধ করে অনুপ্রাণিত করে তাড়িত করে
তুমি ধরে নিতে পারো এ যেন প্রেমেরই জয়
আমাদের প্রেমে যা কিছু অসুন্দর মনে হয়
তোমার কাছে সমাজের চোখে এসব ভ্রান্ত
সব থেকে সুন্দর, আমাদের প্রেমই চূড়ান্ত ।
একদিন বুঝে যাবে আমার মত যোগ্য স্বামী
একটিও নেই আর যেন শুধুই তোমার তরে ,
তুমিই বলতে প্রেম নাকি সোনার চেয়ে দামি
মোরে গড়েছে বিধি মম যেন তব স্বপনসম করে।
এবারের ইদ হোক সবার গানে হাসি খেলায়,
এবারের ইদ সুন্দর হোক অপার মানবিকতায়।
এবারের ইদ হোক শুধু স্রষ্টার তুষ্টি লাভ করে ,
এবারের ইদ হোক অযাচিত বেদনা জয় করে।
উৎসর্গ : ইদ মোবারক সকাল ব্লগার আর তুমি
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
২| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৩| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২
ইসিয়াক বলেছেন: সুন্দর চাওয়া পূরণ হোক । শুভকামনা প্রিয় কবি।
৪| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক প্রিয় কবি।
৫| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক আপনাকেও ইদ মোবারক। শুভ কামনা।
৬| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: অতি চমতকার কবিতা। কবিতায় সুন্দর আহবান করা হয়েছে।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৭| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঈদ মুবারাক কবি। আপনার চাওয়া পূর্ণ হলে এবার নতুন ধরনের ঈদ হবে।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৮| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক প্রিয় কবি।
০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের সমস্যা থেকে যাবে, আমাদের মানুষ নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারেন না।