নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার আহবানে সাঁড়া দিয়ে
যারা মরণেও দ্বিধাহীন চিত্ত—
দেশমাতৃকার বিরহভার বদনে
পুষ্পের হাসি ফোটাতে দৃঢ় প্রতীজ্ঞ;
যারা কলম ফেলে তুলে নেয় অস্ত্র
লাঞ্চনা বঞ্চণার বৈষম্যের ইতিহাস
ধূয়ে মুছে তাতে হলো সাফ।
তুমিই সঁপেছিলে বুকে তাদের
দিগ্বিজয়ের মন্ত্র।
অসম লড়াইয়ে বিজয়ে
এ যে এক বিরল দষ্টান্ত—পৃথিবীর ইতিহাসে।
মাথা উঁচু করে দাঁড়িয়ে
আমরা আজি তাই বীরের জাতি
গর্ব করে বলতে পারি
আজ তুমি নেই আর বেঁচে
তবু তুমি চিরঞ্জীব আমাদের মাঝে।
সমুখে চলার প্রেরণা হয়ে তুমি
অবিসংবিদিত নেতা হে!
মহান একাত্তরে।
বিনম্র শ্রদ্ধা আর সহস্র ছালাম
বঙ্গবন্ধু প্রাণের নেতা —তোমাকে;
আর যারা ছিল তোমার সহচারি
দেশকে ভালোবেসে— সম্মুখ সমরে
আরও যতো মহীয়সী রমনী সম্ভ্রম হারিয়ে
অতঃপর অর্জিত হলো মহান স্বাধীনতা
আমরা তাদের বিনম্র শ্রদ্ধায় কুর্ণিশ করি।
স্বাধীনতার ধ্বজা ধরে
আমরাও যেন হই নিবেদিত
সোনার বাংলা গড়ার সুদৃঢ় প্রত্যয়ে।
সততার ঢাল শ্রমের তলোয়ার,
হাতে সময়ানুবর্তিতায় আমরা যেন
হয়ে ওঠি দূরন্ত দূর্বার।
তোমাদের ঋণ শোধ হবে না জানি কোনদিন
তবু তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করে
আমরা যেন নিজেদের প্রমাণ করতে পারি।
এই হোক আমাদের কামনা—মুজিব শতবর্ষে
তারি দৃপ্ত শপথ গড়ি ।
ছবি নেট থেকে
১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধা চাঁদগাজী ব্ঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কবিতা লিখে অপার আনন্দ লাভ করি। দারুন তপ্তি নিয়ে লিখি। ব্ঙ্গবন্ধুর অকাল প্রয়ান সন্দেহাতীত ভাবে বাংলার ই তিহাসের দুঃখতম অধ্যায় । এটুকু বলতে পারি। যারা যতটুকু অপরাধি তারা ততটুকু ঘৃণার । সেটা আমি করলেও ।
২| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লিখেছেন।
১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
যেই লোক শেখ সাহেবর কবরের উপর বিএনপি দল গঠন করেছে, উহাকে তো আপনি সাপোর্ট করেন?