নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শোকাবহ আগষ্ট—লেখা আছে, বাংলার ইতিহাসে
পথের ধূলিকণায় কংক্রিটে দেয়ালে কাগজের পাতায় পাতায়..
সারা বাংলা যেন তাই শোকসাগরে ভাসে আজও
মুজিব নেই মুজিব নেই— শেয়াল আর শকুণীর হিংস্রথাবায়
হৃদয়ে গভীরতম ব্যথা সেই—
বাংলা মায়ের অন্তরে বাহিরে
আঁচলে নদীর কূলে
সতেরো কোটি মানুষের বোধের দেয়ালে
বিবেকের কাঠগড়ায়—বাংলায় লিখি তাই
শোকাবহ আগষ্ট, আমরা ভুলি নাই
বঙ্গবন্ধু চলে গেলেন অন্তড়ালে
আরও প্রগাঢ় উপস্থিতি যেন তাই
যতদিন বহিবে নদী সাগরে
মাথা উঁচু করে দাঁড়িয়ে—যেন অবণীর পরে
সমৃদ্ধ বাংলাদেশ সুপ্রিয় মাতৃভূমি
তোমার কথাই ব্যক্ত করবে শুধু
স্বপ্নসৌধে চড়ে পরম বাস্তবতায়।
বঙ্গবন্ধু-বাংলাদেশ যেন এক সূত্রে গাঁথা
দূরন্ত দূর্বার মুক্তবলাকা —বাঁধ ভাঙার আওয়াজে
লাল সবুজ পতাকা
আমরা গেয়ে যাই —বিহগের সুরে তোমার রক্তমাখা সংহার
তবু গর্বভরে বলতে পারি তোমার তুলনা নাই;
অমর কীর্তি তোমার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করে
আমরা যেন প্রমাণ করবো তা—ই ।
২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও পাঠে অনেক ধন্যবাদ।
২| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শোকের থেকে প্রতিবাদ করা আজ বেশি প্রয়োজন।শকুনিরা আজও উড়ছে বাঙলার আকাশে।ঐক্যবদ্ধ প্রতিরোধ চাই।
২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ব্ঙ্গবন্ধু আমাদের প্রেরণা ।
৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: রাবরের মতোণ খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ২:০৩
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০৯
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বাক্যর শেষে উপযুক্ত স্থানে কমার অভাব পাঠে বিঘ্ন ঘটায়। কবিতা ভালো ছিল।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩
জুন বলেছেন: সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে একদিন সেই প্রত্যাশায় সেলিম আনোয়ার । কবিতায় ভালোলাগা রইলো ।
+
অনেকদিন পর পানকৌরির মত ভুস করে ব্লগের সমুদ্রে ভেসে উঠলেন । ছিলেন কোথায় ? নাকি আমিই কম এসেছি
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এতদিন কোথায় ছিলেন নাটোরের বনলতা সেন
সাময়িক ব্যস্ততা । কেটে যাবে ধন্যবাদ কমেন্টে জুন আপু
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
আমি আপনাদের শোক বুঝি না।