নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই দিন বর্ণিল স্বপ্নিল—
যেন এক অনাবিল —
আনন্দ ধারা বহে ভবে, অনুক্ষণে;
তোমার প্রাণে মনে।
শুভ হোক জন্মদিন—তোমার
যতটুকু পেয়েছো সবই তা নিজো কর্মগুণে
জানা নাই কতটুকু বাকি আর—
জানা আছে শুধু তা মহান স্রষ্টার
মত্যুশাসিত জীবনে।
আরও যতটুকু বাকি আছে যেন থাকো সুখে
বেঁচে থাকো যেন— আনন্দ আহলাদে, সব ক্ষণে।
চাঁদের স্নিগ্ধ আলোর মতো— হও যেন বিচ্ছুরিত
দূর করো হে সব অযাচিত আঁধার মানবজীবনের
করো হে বিমোহিত —আমাদের এই বসুন্ধরা সতত প্রচেষ্টায়
সত্যের উপাসনাই ব্রত হোক—
হোক তোমার আজীবন সাধনা।
বৈষম্য ভরা পথিবীর বঞ্চনার হয় যেন— অবসান
তোমার পদচারণায়, এই মম মঙ্গলকামনা এই দিনে।
শুভ জন্মদিন হে মহিয়সী নারী
তোমার জন্য ভালোবাসা মম রবে জেনো অমলিন—চিরদিন।
নব নব শুভবার্তায় ভরে থাকে যেন তোমার আগামীদিন—গুলি
তোমার জন্মদিনে এই মম কামনা
শুভ জন্মদিন জানা—নিরন্তর শুভকামনা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনায় । জন্মদিনে জানা আপুর নতুন করে আনন্দময় জীবনের সূচনা হোক ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন-------------
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। জানা আপু ভাল থাকুক আনন্দে থাকুক সফলতা আপুর পদ চুম্বন করুক ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! আপনার শুভকামনায় সিক্ত হয়ে ব্লগ জননী অনেক উদ্দীপ্ত হবেন, অনুপ্রাণিত হবেন এবং নিজ কর্মগুণে আরও অনেক প্রসিদ্ধ হবেন এই কামনা করছি।
আপনাকে ধন্যবাদ এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা!
কবিতায় প্রথম ভাল লাগা + +।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: জীবনের আছে মানে । ক্ষণিকের জীবনে কত কিছু্ই তো মানুষ করে । কর্মময় জীবন অমরত্ব লাভ করে। জানা আপু একজন মহীয়সি রমনী জন্মদিনে তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
জুন বলেছেন: শুভ জন্মদিন জানা
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: নিরন্তর শুভকামনা ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
জন্মদিনের শুভেচ্ছা জানাই।
এবং সুন্দর কবিতার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ রাজীব নূর সঙ্গে থাকার জন্য । আজ ব্লগারদের জন্য অবশ্যই আনন্দের দিন ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
শেরজা তপন বলেছেন: আজ উনার জন্মদিন নাকি? জানতাম না
সামু ব্লগের জন্মদাত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা- ভাল থাকুন নিরন্তর।
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই- এত সুন্দর কবিতার জন্য
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শেরজা তপন চমৎকার মন্তব্যে। ব্লগে জানলাম জানা আপুর জন্মদিন। তারপর কবিতা লিখার চেষ্টা করলাম। জানা আপু ভাল থাকুক আনন্দে থাকুক ।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: জানা আপুর জন্য ভালোবাসা আর শুভকামনা!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: জানা আপুর জন্য ভালোবাসা আর শুভকামনা! । জন্মদিনেন কেক কোথায় ???
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
জানা আপার জন্মদিন কে নিয়ে কবিতা লেখা খুবই সুন্দর
হয়েছে এবং জানা আপাকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপা ব্লগ মাতা ব্লগ উনাকে আনন্দদায়ক ক্ষণ উপহার দিক সেই কামনা থাকলো ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা ও শুভেচ্ছায় ।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
নেওয়াজ আলি বলেছেন: একরাশ ভালোবাসা । সুখ সমৃদ্ধ জীবন কামনা করি ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা ও শুভেচ্ছায় ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন জানা আপু
আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা রলো
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
জানা আপাকে জন্মদিনের শুভেচ্ছা সহ অনেক অনেক দোয়া। আপা ভালো থাকুন সুস্থ থাকুন। কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই আপনাকেও অনেক অনেক শুভ্চ্ছো ও অভিনন্দন।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: জানা ভাল থাকুক সুখে এ ই শুধু আমি চাই । আমার মত শক্ত নার্ভ জানার নাই । সেটা যেন জানা অর্জন করতে পারে। সেই কামনাও থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই মহিয়সী নারীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।