নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চাঁদের জোছনা ঢুকে পড়ে
আমার ঘরে, তাইতো মুগ্ধ দুচোখ
লাগে যে সুখ একেলা প্রাণে
যদিও একাই আছি
আগের মতই ..
তবুও সময় তো আর নেই বসে
তবুও তোমায় ডাকবো না আর কাব্য করে
পাছে বিড়ম্বনা যদি লাগে তোমার প্রাণে।
জানি তোমার সব আছে,
শুধু নেই কোনো প্রেম আমার তরে
তাইতো আমি আজিকে রাতে একলা ঘরে
চেষ্টার ছিল না ত্রুটি সততারও
যদিও তা তুচ্ছ অতি তোমার কাছে।
তোমারও ছলনার ছিল না শেষ..
তাইতো আজ তোমার কাছে সবই আছে
কেবল আমার ছন্নছাড়া প্রেম ছাড়া!
প্রেমহীন জীবনের কতটুকু দাম তুমিই জানো
তোমার তো আর সবই আছে।
আমার ঘরে চাঁদের জোছনা ঠিকরে ঠিকরে পড়ে
এখনো আমার হৃদয়ের মাঝে কবিতা আছে
একলা থাকার ক্ষণ যে আছে
ভালোবাসার মন যে আছে
আর কিছু নেই, তাতে কী?
তোমার তো সবই আছে...
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪৬
ফড়িং-অনু বলেছেন: সব আছে কিছু যেন আবার নেই। ভালো লাগল কবিতটা পড়ে।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কি খাবো এখন রাত একটা বাজে
কেমন করে যে কেটে গেলো অলস বেলা
আলস্য যে বেড়ে গেলো তুমিহীনতায়
না খেয়েই তাই কাটিয়ে দেবো আজকে রাতে
রান্না করে খাবার মতো উৎসাহ নেই
এই তো বেশ আছি তোমার ছলনা বুকে লয়ে
ক্ষুধাতে অতটুকু কষ্ট তো নেই
তোমায় হারিয়ে যা পেয়েছি তার কাছে নস্যি সব
তাই আমি এখন বেশ আছি ভালোই আছি...
৪| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৩
স্প্যানকড বলেছেন: সবাই একলা থাকতে পারে না হিম্মত লাগে। ভালো লাগলো কবিতা। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট। শুভকামনায় ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৩:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে , পাঠে মুগ্ধ ।
এত বিরহী ভাব কেন এখনো মনে ,
আজ আকাশে কি উঠেনি কোন তারা?
তাইতো দেখা যায় তারার জন্য কেবলি
জোৎস্না মাখা ক্রন্দন ।
শুভেচ্ছা রইল
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বিরহের রাতে তারারা হয়তো মেঘের আড়ালে রুকিয়ে থাকে । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
নিচের লাইন কটি বেশ ভালো লেগেছে।
যদিও একাই আছি
আগের মতই ..
তবুও সময় তো আর নেই বসে
তবুও তোমায় ডাকবো না আর কাব্য করে
পাছে বিড়ম্বনা যদি লাগে তোমার প্রাণে।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৪০
বৃষ্টি'র জল বলেছেন: "একলা থাকার ক্ষণ যে আছে, ভালবাসার মন যে আছে" ভাল লাগল কবিতা টি।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
সবার সবই আছে, কারো সাথে কারো কিছু মিলছে না।