নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জানা নাই টেলিফোন নম্বর জানা নাই ঠিকানা
তাই ভেবে ভেবে পাইনা কোন কূল কিনারা
কেমনে ছুটে যাই
কিভাবে যে হবে দেখা চোখে চোখ বুকে বুক
হাতে হাত আঙ্গুলে আঙ্গুল ঘন কালো চুল
প্রেম সরোবরে ডুব চুপ চুপ
হবে কি হায় যেন হয়েছি নিরুপায়
যেন বৃক্ষ বলে পাখি বলে বলে রাতের চাঁদ
তার সাথেই সোনায় সোহাগা আমি
মিলবো খাপের খাপ ।
এসব জেনেও কেন যে সে চোখের আড়ালেই থাকে?
বুঝতেই যদি পারে
কেন আমায় নেয় না টেনে কাছে ?
আমি যে কেবল হারিয়ে যেতে চাই
তার প্রেমের মাঝে আর কিছু নাহি চাই
দূরে থেকেই তার তন্দ্রা বিলাস স্বপ্ন ছবি আঁকে
আমি যখন দূরে কোথাও হারিয়ে যেতে চাই
তার মতো ব্যথিতো আর কেহ না পাই
তা বুঝতে আমি পাই
এতো যে মায়া যেন বটবৃক্ষ ছায়া
তা ব্যর্থ হবে সব আমি যদি যাই হারিয়ে
জানি তার হবেই হবে, খুব দুঃখ অনুভব
তার কাছে প্রেম ছাড়া
আমার যে আর কিছুই চাওয়ার নেই,
এতদিনেও সে কি তা বুঝেনা হায়
দুঃখ এখানেই..
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
সবই তো পেয়ে গেছেন, সবই বলেছেন, সবই আছে অনুভবে; ঠিকানা দিয়ে কি হবে!
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তো ঠিকানা দিয়ে কি লাভ? তবু দরকার মনে হচ্ছে ।
৩| ০৭ ই জুন, ২০২১ রাত ১২:১০
শায়মা বলেছেন: হাসতে হাসতে মরলাম এই দুস্কের কবিতা খানি পড়ে ভাইয়ু......
থাক আর দুঃখের কবিতাখানি না লিখে হাসির কিছু লেখো দেখি কান্না আসে কিনা সেই কাব্য পড়ে।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: হাসতে হাসতে মরলাম এই দুস্কের কবিতা খানি পড়ে ভাইয়ু......
থাক আর দুঃখের কবিতাখানি না লিখে হাসির কিছু লেখো দেখি কান্না আসে কিনা সেই কাব্য পড়ে।
হাসির কি লেখা যায়? দুঃখ লাঘব হলে হাসির কিছু লেখা আসতে পারে...
৪| ০৭ ই জুন, ২০২১ রাত ১২:১৯
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
দুঃখ করে লাভ নেই এখন শুধু নিজেকেই ভালোবাসতে হয়
বিরহের কবিতা আমার বরাবরই ভালোলাগে ।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৭ ই জুন, ২০২১ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ০৭ ই জুন, ২০২১ সকাল ১০:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: একটু অন্যরকম মনে কবি দা
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই জুন, ২০২১ সকাল ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: "এত যে মায়া যেন বটবৃক্ষ ছায়া" - সন্ধ্যা ঘনিয়ে এলে সব ছায়াই হারিয়ে যায় রাতের আঁধারে!
০৮ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সেজন্য বলি তারে দিবারাত্রির সহযাত্রী কাব্য হতে সে যেন অবাক জোছনা মিষ্টি রোদ দারুন রকম বিবেকবোধ কাঙিক্ষত স্বর্গসুখ ক্ষণিকালয়ে অনেক দুঃখ ব্যথা শয়ে অবশেষে প্রত্যাশিত প্রাপ্তি ।
নিরন্তর শুভকামনা শ্রদ্ধেয় খায়রুল আহসান ।
৮| ১৩ ই জুন, ২০২১ রাত ৯:১০
মিরোরডডল বলেছেন:
এতো ডেস্পারেটলি মন যাকে চায়, তাকে পেয়ে গেলে মন যে আর এভাবে তাকে চাইবে না, চাওয়ার সুযোগ থাকবে নাহ, এটা ভেবে দুঃখ হয়না ?
আমারতো সেটা ভাবলেই দুঃখ হয় , এই তীব্র আবেগের যে চাওয়া, পাওয়া মাত্রই সেই চাওয়ার মৃত্যু হবে ।
১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: না না তা ঠিক না। অসীমের নে ই শেষ.....ক্ষুদ্র জীবনে ভালোবেসে বেসে হবে পার
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৪২
জটিল ভাই বলেছেন:
কিচ্ছু জানা নেই, তবুও জানেন সব,
কি আজব! কি আজব!
কবিতা ভালো লাগলো