|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
এই যে বৃষ্টি পড়ে —যেন
 বেদনা ঝরে পড়ে
 বিজলীর চমকে ধমকে ধমকে
 মান অভিমান —ভেঙে খানখান
 যেন প্রেম চুইয়ে পড়ে
 জানালার কার্ণিশ বেয়ে…
 এমন সময় থাকলে তুমি কাছে—
 কতইনা ভালো হতো!
 বৃষ্টির মতন করে, 
 তুমি যেন ভেজা জানালার কার্নিশ.
.
 দৃষ্টি প্রদীপ জ্বেলে দেখোনাগো
 অনন্ত আকাশ— যেন বৃষ্টির নূপুর পড়ে
 মিলনমন্ত্রগানে উজ্জীবিত হয়ে
 উৎঘাটিত করে দেয় সব— মনের খবর
 মিষ্টি মিষ্টি বৃষ্টি নহে অনাসৃষ্টি
 লাগে যে সমধুর যেন কাব্যসম।
 বিরহ বিধুর ক্ষণ যেন
 দূর হয়ে যায় চিরোতরে
 ওগো মম নিরুপমা
 অনেক তো হলো 
 এবার না হয় চলো
 শুধুই আমার সনে
 প্রেমের বৃন্দাবনে ..
 মনময়ূরী উঠুক নেচে হৃদয়ে তুফান
 কবরের নিরবতা ভেঙে — জেগে ওঠো হে
 এই লও কলম মম স্বপ্নসম
 তব কাগজের উপরে আ্চড়ে আচড়ে  
 এভাবেই সৃষ্টি ভালোবাসা ..
 বর্ষার নব ধারা জলে ।
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৯ ই জুন, ২০২১  দুপুর ২:১৭
০৯ ই জুন, ২০২১  দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২|  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৩:৪৬
০৯ ই জুন, ২০২১  বিকাল ৩:৪৬
রোকনুজ্জামান খান বলেছেন: আমিও বৃষ্টিকে অনেক ভালবাসি এবং তার ছোঁয়া নিতে ভিজতে নেমে যাই, আর কখনো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগেনি। কবিতা সুন্দর ও ভালো লেগেছে।
  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৫
০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩|  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৪
০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৫
০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪|  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:৩১
০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:১৯
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫|  ০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:৫৮
০৯ ই জুন, ২০২১  বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন: 
বৃষ্টির দিনে নেই, শীতে নেই, বসন্তে নেই, গ্রীষ্মে নেই;  শুধু ধু ধু বালুচর!
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২০
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬|  ০৯ ই জুন, ২০২১  রাত ৮:২৮
০৯ ই জুন, ২০২১  রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ষা কাব্য ভালো লেগেছে।
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২০
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভা কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭|  ০৯ ই জুন, ২০২১  রাত ৮:৩৫
০৯ ই জুন, ২০২১  রাত ৮:৩৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শিরোনামটা চমৎকার হয়েছে, কবিতা ও ভালো লেগেছে। ++
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮|  ০৯ ই জুন, ২০২১  রাত ৮:৫৬
০৯ ই জুন, ২০২১  রাত ৮:৫৬
মনিরা সুলতানা বলেছেন: কী সুন্দর শিরোনাম,আহা !!
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯|  ১০ ই জুন, ২০২১  ভোর ৬:৩১
১০ ই জুন, ২০২১  ভোর ৬:৩১
নজসু বলেছেন: 
দারুণ।
  ১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
১৩ ই জুন, ২০২১  দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২১  দুপুর ২:১৪
০৯ ই জুন, ২০২১  দুপুর ২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টি আমার খুবই প্রিয়, দিন কয় আগে ঢাকার বাড্ডায় ঝুম বৃষ্টি হলো। আমিও ধুম করে নেমে গেলাম বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজে আমা্র কখনো ঠান্ডা লাগেনি, আশা করি কখনো লাগবেও না।