নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চকচক করে সোনা পড়ে থাকে পারে
দুচোখে ঝিলিক মেটালিক লাস্চারে
ধূয়ে যায় ধূলো জলে মিশে ভেসে যায়
স্বপ্নসারথী অনুসন্ধানী চোখে তাকায়।
জহুরি এবার তারে ঠিক চিনে নিলো
নিন্দা কুৎসা রটনা কানে দিয়ে তুলো ।
সুকৌশলে ঠিক এড়িয়ে গেলো এবার
এই দৃপ্ত অভিপ্রায়ে পিছুটান নয় আর।
ইচ্ছে ডানা যে তাই চাতক পাখি হলো
এইবার শুধু এক দেহ এক মন (আমরা দুজনে)
এবার হবে তৃষ্ণা নিবারণ অণুক্ষণ!
ভালোবাসার সুপেয় জল পান করে
বিভ্রান্ত হবে না কভু আর এ জীবন !
একবিতা লেখা শুধু যে তোমার জন্য,
পাঠ করো হে সুন্দর আমাদের সঙ্গমে
এ জীবন তবে এবার হবে যে ধন্য ।
আর নেই বাঁধা আর নেই কোন দ্বিধা
. আর নও নিরুপমা তুমি কোন শুণ্য
মম দ্রাক্ষাজলে যেন তুমি. পরিপূর্ণ।
২| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৩| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার যাদুকর, ভালোবাসা সব সময় সুপেয় জল পান করতে পারে না। তরল গরলও পান করে। ইন্টারনেটে যে পরিমাণ ফ্রাস্টেড লোকজন দেখতে পাচ্ছি তাদের বেশীরভাগ গরল পানকৃত।
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা বিজ্ঞ ঠাকুরমাহমুদ ।
৪| ২৮ শে জুন, ২০২১ সকাল ১১:৫৩
নিয়াজ সুমন বলেছেন: “বাহ”
সুন্দর চয়ন... ভালোবাসা... নিও কবি
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ও ভালোবাসা ।
৫| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:০৪
খেলাঘর০২ বলেছেন: সবকিছু পূর্ণ হয়ে গেলে কবিতা লেখার আর দরকার হবে না বোধহয়
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে আবার কবিতা তখন প্রাপ্তির আনন্দ নিয়ে নতুন মাত্রা যোগ হবে। বিপন্ন প্রকৃতি এবার সমৃদ্ধ হবে । সুখের স্বর্গ বিরচন হবে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আর নেই বাঁধা আর নেই কোন দ্বিধা
. আর নও নিরুপমা তুমি কোন শুণ্য
মম দ্রাক্ষাজলে যেন তুমি. পরিপূর্ণ।
তোফা হয়েছে।