নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবেসে জয় করা যায় হৃদয়
বাহুবলে নয়, যদি হতে পারো পরম হিতৈষী..
দেখবে তুমি— যেন আকাশটা আছে ঝুঁকে
তোমার দিকে, প্রখর সূর্যও ম্লান হবে;
মেঘেরা দিবে ছায়া, পাখিরা গাহিবে গান
বহিবে হিমেল হাওয়া..
. এতো কিছু বুঝো, তুমি কি বুঝো নাই?
শাশ্বত সুন্দর প্রেমে হাঁটু গেড়ে অর্ঘ্য হাতে
তোমার দিকে ঝুঁকে থাকা যুবক— তোমার জন্য
পৃথিবীর বুকে সব থেকে বেশি মনোলোভা।
তুমি কি বুঝোনি প্রতি রাতে কপট ঝগড়ায় ?
বারবার জিতে গিয়ে মনের অজান্তেই
সসম্ভ্রমে মেনে নেয়া তোমার সুপ্রিয় পরাজয়।
কতক্ষণ পেরেছো ভালো না বেসে
দূরে থাকতে? তুমি কি মোমের মতো
গলে যাওনি —এক নিমিষেই?
বলো না কোন শক্তির প্রভাবে ।
প্রেম অমোঘ শক্তিধর!
তুমি কি বুঝোনি হায় তবে!
কতটুকু আঘাতে তুমি ভেঙে দিতে
সুন্দরতম প্রেম আয়োজন— শঠের প্রবঞ্চনায়..
ভালো যদি না—ই বাসো
তব হৃদয় কেন তবু মম প্রণয়ে
উছলিয়া উঠে বর্ষার নব ধারা জলসম উচ্ছাসে
অগাধ বিশ্বাসে—
হৃদয়ে বাঁধা পড়েছে যে হৃদয়
প্রেমের নৌকো বেয়ে উজানে,
নেই কোন ভয় জীবন নামের খরস্রোতা নদী— ঝড় তুফানে..
যদি সাথে থাকো হাত রেখে হাতে
প্রতিটি দিবারাত্রি,— সুপ্রিয় সহযাত্রী
আঙুলে আঙুলে . প্রণয়ে..
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর হয়েছে। যদি প্যারা প্যারা করে দিতেন ভালো লাগতো আরও
৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্য ও সুপরামর্শে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: যদি প্যারা প্যারা করে দিতেন ভালো লাগতো আরও
দিলাম
৩| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৭
স্প্যানকড বলেছেন: আংগুলে আংগুলে প্রনয়ে.... খুব ভালো লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম । সুপ্রিয় কাজী ফাতেমা ছবি ।
৫| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন কবি দা
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:০০
ইসিয়াক বলেছেন: বাহ! ভালো লাগলো।
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:১৫
ফড়িং-অনু বলেছেন: যদি থাকো কেন, থেকেই গেলাম শপথ ও পন করলাম।
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:৫৩
তারেক ফাহিম বলেছেন: অনেক সুন্দর লিখছেন।
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:১৬
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলেন মনে হয়।
০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা নয় । ব্রড ব্যান্ড ছাড়া ব্লগে প্রবেশ করা যায় না ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩১
হাবিব বলেছেন: সুন্দর ++