নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোপা কাপ ফাইনালে মুখোমুখি!!!!

১০ ই জুলাই, ২০২১ রাত ২:৪৭




অবশেষে কোপা কাপ ফাইনালে মুখোমুখি
সবচেয়ে জনপ্রিয় দুই দল,
ব্রাজিল— আর্জেন্টিনা চুড়ান্ত লড়াইয়ে প্রস্তুত।

কে হারে কে জেতে তাই নিয়ে গোটা বিশ্বটা আছে মেতে
চায়ের টেবিলে ফেসবুকে ব্লগে ভার্চুয়াল আড্ডায়
উৎসব মুখর পরিবেশে চলছে যেন কথার লড়াই বাঘে মহিষে।

পরাজয় কেহই মানে না— যে যাই বলুক ফাইনালে ড্র নাই
মাঠে গড়ালেই বুঝে যাবে কার দৌড় কতদূর
পেলে ম্যারাডোনা রোনাল্ডো রোমারিও জাবর কেটে হবে কি
মাঠে খেলবে তো নেইমার ক্যাসিমেরো মেসি..

মেসি নেইমার ধ্বনিতে মাঠে দর্শক গ্যালারিতে
উল্লাসে কেঁপে যাবে বিশ্ব
কে হারে কে জেতে বুঝা যাবে তখনই
আর মাত্র বাকি আছে যে কয়েক ঘন্টা
এখনই তাই যেন টান টান উত্তেজনা অস্থির মনটা ।

ফেভারিট ব্রাজিল জিতে গেলে ভালো হবে স্বার্থক হবে শ্রম
ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তাই বা কিসে কম।

হারজিত চিরদিন থাকবেই খেলাতে তুমি-আমি একদল
বুকে তাই আছে মোর মনোবল
যে দলই জিতুক সবশেষে জিতে যাবে ফুটবল ।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৪

হাবিব বলেছেন: কবিতায় তো কোপা আমেরিকা কাপিয়ে দিলেন ভাই।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন:

আসলেই তো দেখে এক সময়কার খেলা বিষয়ক রাইটার তাই বলেছে ।

২| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫১

জুন বলেছেন: আমি নজর দিয়ে আছি ইউরোতে , সাউথ গ্যারেটের দলের পার্ফর্মেন্সে মুগ্ধ । দেখা যাক কি হয় । এরা খেলে টোটাল ফুটবল তারপরও হ্যারি কেইন আর রাহিম স্টার্লিং একেবারেই নজর কাড়া খেলছে এবার বহু বছর পরে। ইতালী পছন্দের টিম। মেসির জন্য আর্জেন্টিনা আর অলটাইম ফেভারিট ব্রাজিল। মহা দ্বন্দে পরেছি /:)

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: যারা স্বাধীন নিরপেক্ষ চিন্তার অধিকারি পরিচ্ছন্ন পরিকল্পিত ফুটবল পছন্দ করে তাদের দৃষ্টি কাড়বে ইউরো । ইতালি পছন্দ করে অনেক মেয়ে আপনিও করেন । ওয়েল্টার জেঙ্গা রবার্টো ব্যাজিও কামনায় মেডোনার লালসার কথা অজানা নয়। তবে এখন তিনি বৃদ্ধ না হলে এবারো রোমান সৈনিকে দিকে লুল দৃষ্ট দিতেন একন দিলেও অপ্রকাশিত । ইংল্যান্ড ভাল খেলেছে চ্যাম্পিয়ন হওযার মতো্ । আর তারা এটাকিং ফুটবল খেলে। বাংলাদেশের মানুষ এটাকিং ফুটবল পছন্দ করে বলেই আর্জেন্টিনা ব্রাজিলের এত ভক্ত। আপনার পছন্দ ঠিক আছে। মাতারাজ্জোর কীর্তিতে ইদানিং ইতালি পছন্দ করিনা্ । কার্যত দেশ কিন্তু দু্ভাগে বিভক্ত হয়ে পড়ছে।ডান বাম বিএনপি আওয়ামীলীগ নয়। আর্জেন্টিানা ব্রাজিল যতই খেলার সময় ঘনিয়ে আসবে সেটা আরও স্পষ্টতর হবে। দ্বন্দ্বের কিছু নেই। খেলাটা হবে ব্রাজিলে। স্বাগতিক এত বড় আয়তন আর জনসংখ্যার দেশ তাদের কথাও মাথায় রাখতে হবে। ব্রাজিল জিতটাই যৌক্তিক। তেলা মাথায় তেলের দরকার নেই এক জীবনে ব্যক্তি মেসীর অর্জন অনেক ওতেই চলবে। তিনি সেরা খেলোযাড়ের দৌড়ে এগিয়ে আছেন্ । নেইমার অপরাজিত থাকুক দেশের মাটিতে ।

৩| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: আর্জেন্টিনা জিতে যাক এবারের কাপটি।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন:

বন্ধু তাই বললো ফেসবুকে তবে ব্যঙ্গ করে ।

৪| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোপা সামসু !! কোপা !!
কোপায়া ভাজ ফ্যালা দাও !!

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। এখন আসল ব্লগারের যুগ । :)

৫| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩

অর্ক বলেছেন: মেসির সম্ভবত এরাই শেষ কোপা আমেরিকা! শিরোপা উঠুক আর্জেন্টিনার হাতে। সম্ভাবনা কম যদিও।

শুভেচ্ছা রইলো সেলিম ভাই। গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল...

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে । দারুন একটা হলে সেই প্রত্যাশা থাকলো । করোনা ভীতি দূরে ঠেলে দেশের মানুষ আনন্দে থাকুক ।

৬| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৯

অর্ক বলেছেন:

পুন দোস রে... আহ ফুটবল!!! আপনার সঙ্গে আমার প্রিয় ফুটবলার হারনান ক্রেসপোর একটি ছবি শেয়ার করি। একজন অন্যতম সেরা ফুটবলার, ফুটবল নামক এই খেলাটির। ক্লাব আন্তর্জাতিক মিলিয়ে গোল সংখ্যা অনেক।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি জানি তিনি একজন ভাল ফুটবলার বাতিস্তুতাও আছেন ।কিন্তু বিশ্বকাপ জিতেছে ক্যানিজিয়া গাইকোচিয়া বুরুচাগা । আর এমন তালিকা করলে ব্রাজিলের টা আরও লম্বা হবে । রবার্টো কার্লোস রোনালডিনহো ডুঙ্গা জিকো সক্রেটিস গ্যারিঞ্চা ফালকাও ব্লা ব্লা ব্লা।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৮

অর্ক বলেছেন: A prolific striker, Crespo scored over 300 goals in a career spanning 19 years. At international level, he scored 35 goals and is Argentina's fourth highest goalscorer behind only Sergio Aguero, Gabriel Batistuta and Lionel Messi. He played in three FIFA World Cups: 1998, 2002, 2006. At club level, Crespo was the world's most expensive player, when he was bought by Lazio from Parma in 2000 for €56 million (£35.5 million). He was top scorer in the 2000–01 Serie A with 26 goals, playing for Lazio.
Crespo's awards include three Serie A scudetti, a Copa Libertadores, a Premier League title and an Olympic Games silver medal. In 2004, he was named by Pelé in the FIFA 100 list of the world's greatest living players. Crespo never received a red card during his career.

তাঁর সময়ের বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। এই একটা তথ্যই যথেষ্ট তাঁর লেভেল সম্পর্কে ধারণা পেতে। একটু রিসার্চ করলেই দেখবেন, আরেক জাতের খেলোয়াড় ছিলেন হারনান ক্রেসপো। ০২/০৬ এ দারুণ খেলেছিলেন। বিশ্বকাপ পাওয়াই শেষ কথা না! ধন্যবাদ।

(At club level, Crespo was the world's most expensive player, when he was bought by Lazio from Parma in 2000 for €56 million (£35.5 million). He was top scorer in the 2000–01 Serie A with 26 goals, playing for Lazio.)

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: তিনি দামী খেলোয়াড় ছিলেন। আর আমি তখন খেলার পোকা ছিলাম। যার কারণে তার সম্পর্কে আমার ধারণা আছে। তারপরও আপনার কমেন্ট পোস্টকে সমৃদ্ধ করেছে। রিভাল্ডো কিন্তু একটা সমযে মেরাডোনার দৃষ্টিতে সেরা খেলোয়াড় ছিলেন । একসময দামী খেলোয়াড় ছিলেন হল্যান্ডের রুড গুলিত্ । ইংল্যান্ডের গ্যারি লিনেকার এমন অনেক আছেন । জিনেডিন জিডান তিনি অসাধারণ খেলোয়াড়। বিশ্বকাপ না জিতলে আজকের অবস্থানে থাকতেন না।

মেসীর খেলোয়াড় জীবনে অর্জন কিন্তু কম নয় । আর্জেন্টিনার সমর্থক গুস্টির বাইরেও তার সমর্থক আছে । তবে আর্জেন্টিনার জনপ্রিয়তায় ম্যারাডোনার ভূমিকা বেশি। বলতে গেলে অতুলনীয়।

৮| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০

জটিল ভাই বলেছেন:
কবিতা সুন্দর। পাবরিকের মাইর থেকে বাঁচতে আজকাল কবিকে কতো কি করতে হয় =p~

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:০৪

সোহানী বলেছেন: কবি ভাই বুঝলাম ভীষন চিন্তার মাঝে আছেন...........

১১ ই জুলাই, ২০২১ রাত ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সোহানী আপু না ঠিক তা নয় ।

আজিকে রাতে ঘুম নেই দুচোখে
এই রাত যে জেগে থাকার
আনন্দে ক্ষণ কেটে যায়
আজিকে রাতে যে উন্মুখ সবে

কোপা কাপে
ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল খেলা দর্শনে
শুরু হবে কখন তা— সেই মধুর প্রতীক্ষায় ।

উৎসবের রং মেখে গায়ে
সদানন্দ প্রহর কেটে যায়,
রাত পেরিয়ে ভোর হলেই হবে শুরু
কোপা কাপ ফুটবলের বর্ণালী অধ্যায় ।

নেইমার নেইমার ক্যাসিমেরু ক্ষণ যে আগত প্রায়।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.