নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রেমপত্র তুমি দিওগো তব একান্ত অনুভবে
হৃদয়ের গহীনে তব যেথা খা খা বালুচর
মনে রেখো প্রেমস্পৃহা সেথায় বদ্ধপরিকর
থেকে যায় থেকে যায় এঁকে যায় জলছাপ;
প্রেমের আল্পনা শাশ্বত সুন্দর মনোলোভা
প্রগাঢ় বিশ্বাসে যে প্রেম জমাট বাঁধে
সেই প্রেম থেকে যায় অন্তরে চিরকাল।
প্রেমের বাঁশির সুরে দেহমন যেন এক তানে
জেগে ওঠে বাকি সব অনুভুতি হয়ে যায় গৌণ
কে ডাকে তোমায় রোজ? হৃদয়ের কানে শুনো
কার উদ্দাত্ত আহবানে প্রেমবীণা . হিয়ার পানে
সর্বদা বেঁজে ওঠে যেন সঙ্গোপনে কানে কানে।
কে সেই হ্যামিলনের বাঁশিওয়ালা তব অনুমোদনে
যার বাঁশির সুরে স্নায়ুগুলো মাছের পোনার ঝাঁক
যেন দলবেঁধে ছুটে আসে কুহু ও কেকা নাচে
প্রেমের অনুসন্ধানে। কে ডাকে? কে ডাকে ?
রাত্রি নিশীথে যাযাবর মন বনানীর ফাঁকে
তুমি ওগো প্রাণভরে অনুসন্ধান করিও তাহারে ।
ভালোবাসি যে দিবানিশি প্রতিদিন শুধুই তোমাকে
বিনিময়ে আর কিছু চাইনা ভালোবেসো শুধু মোরে।
ছবি: নেট থেকে নেয়া
১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
শেরজা তপন বলেছেন: আহারে এত প্রেম কোথায় পান???
শেষ লাইন দুটো চমৎকার হয়েছে।
১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার প্রতি আমার প্রেম এতটাই প্রবল।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
শিরোনাম আর কবিতার কথাগুলোতে রবিঠাকুরের এই গানটি মনে পড়লো --
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে পোস্ট খানি ঋদ্ধ হলো। কবিগুরু আমাদের প্রেমে মননে মিশে আছেন। জ্যেষ্ঠ কবি হিসেবে তিনি আমার পরম শ্রদ্ধেয় । আমার আর কবিতার অনুঘটক হিসেবে কবিগুরু বারবার চলে আসেন।
আপনাকে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকুন সুস্থ থাকুন ।
৪| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৪২
কালো যাদুকর বলেছেন: ভাল লেগেছে।
১৪ ই জুলাই, ২০২১ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় এবং কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:২৪
স্প্যানকড বলেছেন: না ভাই এখন ভালোবাসার সংগা ভিন্ন ! খুব ভালো হয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৪ ই জুলাই, ২০২১ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি মর্মাহত হয়েছেন।
কাঙ্ক্ষিত ভালোবাসা আসুক কবিতায় বাস্তবতায়।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর কবিতা , পাঠে মুগ্ধ ।
প্রেমের অপার্থিব পুলক যার ভেতর ,তার অন্তরে দুঃখ রক্তমাখা গোলাপ হয়ে যে ফুটে আছে,
স যে কী মর্মান্তিক হয়ে ওঠে তার ভুরি ভুরি উদাহরণ আছে গল্প কবিতা সাহিত্যে । ।
মনের মত মন খুঁজে সত্যিকারের প্রেম করা এক ধরণের শিল্প। মুখে বললেও প্রেমের মানে
বুঝতে সারা জীবন লেগে যায়।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর এক বক্তৃতা হতে জানা যায় -
যাদের ভেতরটাকে আমরা দিঘির টলটলে পানির মতো অনায়াসে পড়ে ফেলতে পারি তাদের
জন্যে আমাদের প্রেম বাঁচে না। প্রেম চিরদিন তোলা থাকে দুর্লভের জন্যে, অপ্রাপণীয়ের জন্যে।
তাদেরই আমরা চিরকাল ভালোবেসে যাই, যারা আমাদের ভেতর একটা না-পাওয়ার অনুভূতি,
না-বোঝার বিস্ময় জাগিয়ে রাখতে পারে। যারা চির-অধরা, যারা ‘পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়
ডাক দিয়ে যায় ইঙ্গিতে’, যাদের মধ্যে রয়েছে এক রহস্যময়তার অন্ধকার, যে-রহস্যকে কোনোদিন
জানা হবে না বলেই যার আকুতি আমাদের কোনোদিন ফুরোবে না।
তাইতো নিয়ে লেখা হতেই থাকবে গল্প কবিতা ।
চলুক চলুক সেলিম সুন্দর সুন্দর প্রেমময় কবিতা ।
শুভেচ্ছা রইল
১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
দু:খিত ঘুম জড়ানো চোখে উপরের দুটি লাইনের মারাত্মক ভুলের জন্য ।
আসলে লেখতে চেয়েছিলাম -
তাইতো প্রেম নিয়ে লেখা হতেই থাকবে গল্প কবিতা ।
চলুক সেলিম ভাই এর সুন্দর সুন্দর প্রেমময় কবিতা লেখা।
১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৮| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৫
হাবিব বলেছেন: মনোরম ++
১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:০৫
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা, সুন্দরের স্বপ্ন নিয়ে কবিতা লিখে যান, আনন্দের ফল্গুধারা পাঠকের জন্য থাক।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শোভন শামস অনেকদিন পরে আপনাকে ব্লগবাড়িতে পেলাম । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার