নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সাময়িক লকডাউন শিথিলে
শিথিল করো না যেন
ব্যক্তিগত প্রচেষ্টা কোন,
নির্ধারিত স্বাস্থ্য বিধি পরিপালনে।
জীবনের অনেক দাম এই কথাটি রেখো মনে।
এই করোনা ক্রান্তিকালে
সামান্য ভুলে— ঢের বেশি
খেসারত দিতে হতে পারে।
মনে রাখতে হবে,
কোভিড নাইনটিন ভয়ানক সংক্রামক ব্যাধি
নিজের ভুলে অন্যেরও ক্ষতি হতে পারে ।
ঘরের বাহির হলে
মুখে তাই মাস্ক পড়া যে আবশ্যক
হাতে মাখা উচিৎ হ্যান্ড স্যানিটাইজার
এড়িযে চলতে হবে যে কোন প্রকার জন সমাগম ।
বহির থেকে ফিরে এসে গোসল করে
তবেই পরিবারের অন্যের সঙ্গে মেলা মেশা
গৃহবন্দি হয়ে আইসোলেশনে থাকা বড্ড উপকারি।
নিত্য দিনের খাবারের মেন্যুতে থাকে যেন ভিটামিন সি ডি
সুযোগমত টিকা নিয়েই রুখতে হবে করোনা মহামারি।
জীবন থাকে না থেমে
আমাদের কর্মব্যস্ততার পাশাপাশি চলবে— স্বাস্থ্যবিধি
এভাবেই জীবনের পথে এগিয়ে যেতে হবে।
প্রিয়তমা কেবল যদি তুমি ডাকো কাছে
আমি যাবো ছুটে দাঁড়াবো ঠিক— তোমার গাঁটি ঘেষে
তোমার প্রেমের ঢের বেশি মূল্য . আমার কাছে।
ওষ্ঠে দেবো তোমার গভীর চুম্বন জড়িরে রাখবো মম বাহডোরে
সারাটি ক্ষণ কাটিয়ে দেবো তোমায় ভালোবেসে।
তুমি তৃপ্তির ঢেঁকুর তুলবে তোমার মাঝে আমায় পেয়ে,
মনে রেখো
হবে না
কোন ব্যাত্যয়
শুধু তোমার+ আমার প্রেমে।
ছবি: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করা।
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে পাঠে এবং ভাল লাগায় অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪
শেরজা তপন বলেছেন: আরেকটু লিখেছিলাম সেটুকু হারিয়ে গেছে
প্রিয়তমা কেবল যদি তুমি ডাকো কাছে
আমি যাবো ছুটে দাঁড়াবো ঠিক— তোমার গাঁটি ঘেষে
তোমার প্রেমের ঢের বেশি মূল্য . আমার কাছে!-
এত উপদেশ দিয়ে শেষমেষ এইটা কি বললেন!!!!!
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রেম নিবেদন সেটা এভাবেই হয় প্রিয়তমাকে মন জয় করে... এইটিা ঠিক আছে।
৩| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৫
মাসউদুর রহমান রাজন বলেছেন: জীবনের অনেক দাম এই কথাটি রেখো মনে...
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০
হাবিব বলেছেন: সুন্দর কবিতা
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভাল লাগায় অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৫| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:২৯
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনার লেখাটি পড়লাম। যদিও কবিতাটি প্রেয়সী কে নিয়ে তবুও পরামর্শগুলো সার্বজনীন। চলুক এভাবেই..। সুস্থ ও নিরাপদে থাকুন।
১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমাকে কথার ছলে কিছু সাধারণ স্বাস্থ্য বিধি মনে করিয়ে দেয়া। লকডাউন শিথিল করা হলেও নিজ উদ্যোগে আমাদের নিরাপদ থাকার চেষ্টা করতে হবে। সাবধানের মার নেই । ওই যে দাযিত্ববোদ মানুষ হিসেবে সেখান থেকেই অমন পোস্টের উৎপত্তি ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:০৭
শেরজা তপন বলেছেন: প্রিয়তমা কেবল যদি তুমি ডাকো কাছে
আমি যাবো ছুটে দাঁড়াবো ঠিক— তোমার গাঁটি ঘেষে
তোমার প্রেমের ঢের বেশি মূল্য . আমার কাছে!-