নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এলোমেলো দমকা হাওয়া,
ঝড়ো হাওয়া— বহিছে আজি
সেই সোবহেসাদিক থেকে।
তারও কী হয়নি তবে পাওয়া
কাঙিক্ষত কোন মন—আমার মত করে
কথা দিয়েও রাখেনি বুঝি সে তোমার মত করে
তাই যেন দেশ জুড়ে এই বৈরী আবহাওয়া।
গতরাতে দেখা যায়নি চাঁদ
সতত চেষ্টাতেও, —দেখা যায়নি ধ্রুবতারা
আড়ালেই লুকিয়ে ছিল তারা
শ্রাবণ মেঘের ঢাকা আচ্ছাদনে
যেন সদা বিরহ প্রাণে।
অস্থিরতায় বুঝি ওঠেছে ঝড়
পৃথিবীটাও যেন তাই
আজ বৈরী আবহাওয়ায়
এলোমেলো হাওয়া বহে
প্রেমে উত্তাল দারিয়ায়
রঙের জলসাঘর ।
একটি দুটি তারা
অতীতে দাঁড়িয়ে ছিল যে পাশে
বিনয় সহকারে, তারা
লাভবান হয়ে গেছে।
মানো আর না-ই মানো
আমিই সূর্য তোমার সৌরজগতে
তুমি যেন অর্থহীন
সাত জনমের অন্ধকার এক পৃথিবী
আমি ছাড়া।
কা রে গা মা
কোকিলের ভেঙেছে গলা কফ জমেছে বুকে
খবর রটেছে গান বন্ধ তার প্রেমের তর্জমার
করোনার সাড়াশি আক্রমনে।
গানের অনুষ্ঠানে তাই তার বদলে
আজ গাহিবে নাকি কাক ।
রোজ সকালে তাই কাকে কা কা করে
দোয়েল পাখি ভীষণ বিরক্ত
কাকের গান রিহার্সেল শুণে ।
কবুতর আর ময়না পাখি
ভাবছে বসে অবাক নিরবতায়
বুলবুলিটা ধরলে গান যদি রক্ষা পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাখির রাণি ঈগল
কোকিলের গান শুণবে বলেই এমন আয়োজন
এসে দেখে হারমনিটা নিয়ে বসে আছে কালো কাক
চড়ুই পাখির মুখটা তাই রয়েছে বিরহ ভার
বলছে শুধু এমন আয়োজন কীসের দরকার?
শালিক পাখি হাটে ভেঙেছে হাড়ি
করোনা নয় কোকিলার বিচ্ছেদেই হচ্ছে বিভ্রাট
কোকিলার উপর সবাই চটেছে তাই
কাকের অবশ্য সেদিকে খেয়াল নাই
কর্কশ কন্ঠে কাক কা রে গামা গায়
তার কন্ঠে যে সা রে গা মা নাই...
২৯ শে জুলাই, ২০২১ রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
ঢাকাতে কি কোকিল আছে, আছে শুধু কাক।
২৯ শে জুলাই, ২০২১ রাত ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: শৃদ্ধেয় চাঁদগাজী আবর্জনার সন্ধানেই আসে কাক। করে শুধু কা কা। কোকিলের পায়নাকো সন্ধান।
৩| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৩:১৬
কামাল১৮ বলেছেন: কাকেদের দখলেই চলে গেছে সব কিছু ,তাই আজ শুনতে হবে বেসুরা গান।কোন কিছুই আর বাকি নাই, সবকিছুর দখল নিয়ে নিচ্ছে কাক।কবে যে আবার কোকিল গাইবে তার অপেক্ষায় প্রহর গুনি।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ওই যে কোকিল অনন্ত প্রেম সাধনায় স্রষ্টার অনেক প্রিয় সাধ্য কার তারে থামায়। বসন্ত শীত হেমেন্তে অঘোর বর্ষণে সিক্ত হয়ে সেই তো গান গেয়ে ওঠে যেন কত অনন্ত যুগ ধরে অশেষ প্রেমে কবিতার প্লাবণ ওঠে মন মযূরী তাইতো নাচে।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনমুগ্ধকর।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৫
হাবিব বলেছেন: অনবদ্য!!
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে,পাঠে এবং ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: 'মান আর না-ই মান আমিই সূর্য তোমার সৌর জগতে' । এটাকে যথার্থ প্রেম বার্তা বলা যেতে পারে।
কোকিল তো কাকের কাছে ঋণী তার বাসায় ডিম পারার জন্য। তাই কাক কোকিলের কথার গুরুত্ব দেয় না।
দুইটা কবিতাই খুব ভালো হয়েছে।
২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১:১৫
সুদীপ কুমার বলেছেন: ঠিক তাই।
লিখে যান।