নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এবার বোধ হয় হবে প্লাবন—
অঘোর বর্ষণে যে, কাঁদছে শ্রাবণ
শ্রাবণ রানির অবহেলাই
শ্রাবণ রাজার মনোব্যথার— আসল কারণ।
থেকে থেকে শব্দ করেই কেঁদে ওঠে
বজ্র নিনাদে— আকাশটা যে তাই কেঁপে ওঠে
স্বার্থান্বেষী মহলের স্বার্থের কাছে হেরে গেলে
ভালবাসা অবহেলে ছল চাতুরীর আশ্রয় নিলে
সততার আস্ফালনে— এমনই তো হবার কথা।
এটা তো আর নতুন কিছু নয়
অপ্রগলভ প্রেমের অভিশাপেই বৈরী হাওয়া যেন বয়।
এমন করেই নিরবতায় স্রষ্টার এক অদিষ্ট আদেশ যেন
তুমি যেন ভালবাসো শুধু আমায়— প্রগাঢ় অনুভবে।
তোমার চোখে অশুভ ছায়া শনির দশা যেন করেছে ভর
আমিও যে হৃদয়কাড়া যেন রূপকথার রাজপুত্র এক
বুঝছো না যে, বলো না কে করেছে যাদু টোনা?
কোন পুরোনো পাপী সে চিরোপাপীষ্ঠ প্রতারণার আশ্রয় নিয়ে
বিভ্রান্ত করে যে সতত তোমায়
মিথ্যে কথার বিষ ঢেলে—
মিথ্যে তাড়িত শ্রবণ অঙ্গে তোমার, ক্রমাগত।
আমার আছে যাদুর পরশ, পরশ পাথরের মত
তোমার জন্যই তা নিবেদিত
যার পরশে ধূলিকণা হয় যে সোনা
তোমায় যদি দিই ছুঁয়ে রতির সুখে
থাকবে না আর ব্যর্থতা কোন তোমার ঐ— হিয়ার কোণে
মনের বনে, মনটা যেন আষাঢ় শ্রাবণ অঘোর রকম বর্ষণে।
দমকা হাওয়ায় বৃক্ষরা যে মাথা নুয়ায়
যেন তারা সেজদাহ করে স্রষ্টার অদৃশ্য পায়ে
এখন আর নয় বিবর্ণ কেহ—তারা;
শ্যামল সতেজ সবুজ পাতায়
অবাক মায়ায় হৃদয়গ্রাহী কাব্য যেন
কাছে টানে অপরূপ পেহলবতায়,
নদীগুলো যেন অনন্ত যৌবনা হয়ে
চলেছে ছোটে সাগর পানে—
চোখে তাদের অনন্ত এক সঙ্গমের নেশা..
সফল এবার হবেই হবে গন্তব্যে পৌঁছোনোর আগে
কোনমতেই থামবে না তারা
চলার পথে অদম্য তারা
সম্মুখে আসুক যতই বাঁধা বিপত্তি
ভাঙবে তারা অনায়াসে
বাঁধ ভাঙার উচ্ছাসে।
শ্রাবণের তাই ঘোর কাটে না
দুচোখে তার প্রলয় নেশা
অঘোর বর্ষণে প্রেমের উদাত্ত আহবানে
তোমার আমার— আমাদের দুটি মনে
অবলা প্রাণে, প্রেরণা সুধা দেয় যে ঢেলে
দেশ জুড়ে বহে যেন বৈরী হাওয়া—এর অন্যথা হলে
মরণ দশা; ভূমিধ্বসে কক্সবাজারে ছয়জনের
জীবন্ত সমাধি যেমন হলো মাটির বুকে।
তাই বলি তোমার আমার প্রেম যেন গো থাকে বেঁচে
সফেদ সাদা বীর্য গুলো তোমার আশ্রয় খুঁজে
তোমার গর্ভে বাড়বে তারা
পরিপুষ্ট তুষ্ট হয়ে মানবের জীবন নিয়ে
জীবনের গান গাইবে তারা
সভ্যতার অগ্রযাত্রায় মানবতার ক্রমবিকাশে
তিন অন্ধকারের ঘরেই সৃ্ষ্ট হয়ে
মন্ত্রমুগ্ধ করবে তোমায় সফলতার কাব্য গড়ে।
শ্রাবণ রাজা কাঁদছে তাই
বৈরী হাওয়া বইছে যেন
অনন্ত এক সঙ্গমের নেশায়।
তোমায় আমায় বাঁধনে জড়াবে যে—
ডাকছে শুধু কাছে তাই এমন তরো ইশারায়…
ছবি: নেট থেকে নিয়ে সফটওয়ারে কারকাচি করা ।
২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। দৈবদূর্বিপাক বন্ধের জন্য ভাসা যায় দেশের মানুষের স্বার্থে।
২| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির কবিতাংশটা চমৎকার।
২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ওটুকু আবার আমারই লেখা। ওখানে অনেক সময় ব্যয় হয়েছে।
৩| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
বা! সুন্দর হয়েছে এই কবিতা,
এবার হয়েছে ঠিক, প্রেমের জগতে
প্রবল বিদ্রোহের সুর উঠেছে বেজে ।
ঠিকই বলেছেন পথে এবার আসো
পথেই হবে পথ চেনা হবে জানা
প্রেমের পথে নানান মতের ঠিকানা
হবে চেনা, হবেই জানা ।
অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে
এবার এসো দ্বিধার সব বাধা পেরিয়ে
দু'হোর স্বপন মিলাই প্রাণের মোহনায়
কিসের মানা? কিসের মানা?
মিলন হবে হবেই মিলন
এ গান তোলবে তুফান
প্লাবণ আনবে প্রাণে
বিপদ বরণ, মরণ হরণ
চরণ ফেলে আসবে হেঁকে
তখন তো আর প্রেমের বাঁধন মানবে না
আকাশ বাতাস হবে আশার পরোয়ানা ।
প্রেমে বিফল বলে কিছুই আর থাকবেনা
এগিয়ে চলেন সেলিম ভাই নেইকো মানা ।
শুভেচ্ছা রইল
৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা।
৪| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১:৩৯
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা।
৩০ শে জুলাই, ২০২১ রাত ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ৩০ শে জুলাই, ২০২১ রাত ৩:৫৬
স্প্যানকড বলেছেন: পুরাই জোয়ার বইছে । শুভ কামনা রইল। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ৯:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এইটা আবার পুরুষালী কবিতা। ম্যাচিউরড। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪২
হাবিব বলেছেন: চমৎকার কবিতা। ++
৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
মহাপ্লাবন না'হলে দু'কুল ভাসবে ন.