নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অবশেষে সেই উৎসব মুখর ক্ষণ এসেছে আজ শ্রাবণবেলা শেষে
প্রিয়তমা করো হে আলিঙ্গন এই আনন্দঘন ক্ষণে!
ভালোবেসে মুরে, এমন সময় থেকো না আর দূরে
তুমি জন্মেছিলে আজে এই অবণীর পরে
শুধু আমায় ভালোবাসবে বলে—যে ভালোবাসায় তোমার নেইকো অবসর
স্রষ্টার অনুমোদনে।
জানা আছে কী বা নাই? যেন সেই প্রাগৈহাসিক কাল থেকে
আমাদের সঙ্গমে যেন সৃষ্টি হয় একেকটি কবিতা অনন্ত ঐশ্বরয লয়ে বুকে
ক্লান্ত মনে শ্রান্ত দেহে—অদ্ভুত প্রশান্তির এক প্রলেপ মেখে দিয়ে ।
শারদ উৎসবের ডঙ্কা যে আজ বাজে
চারিদিকে তাই
কাশবন, সাদা কাশফুল আর পেঁজা তুলোর শুভ্রতার হাতছানি
যেন তোমার আমার প্রেমের অনুরাগে।
শুভজন্মদিন প্রিয়তমা এ যেন মহেন্দ্র ক্ষণ এক
তাই উৎসব মুখর বেলা আজি, তোমায় সঙ্গে নিয়ে
ফুলেরা ফুটুক অপার শুভ্রতায় মন ময়ূরী উঠুক নেচে
দুঃখ অবহেলে, সাফল্য তোমার পদচুম্বন করুক
প্রতিটি পদক্ষেপে, অপার ভালোবেসে।
তোমার হাসিতে জোছনা ঝরে
ক্রন্দনে শ্রাবণ জল— কণ্ঠে তোমার মধু ঝরে
তুমি যেন বাসন্তী হাওয়া উদাসীর বাতায়ন,
—ভোরের শিশিরের নীরবতায় তুমি মম একান্ত আপন
বুকের কাঁপন অনেক প্রকাশ অনেক গোপন
নীরব স্বপন কোটি বছর ধরে ।
নিরন্তর শুভকামনা তাই তোমার মঙ্গল কামনায়
ভালোবাসার দীপ জ্বেলে, সারাটিজীবন পাশে থেকো
আমার প্রেমের দোসর হয়ে।
প্রিয়তমা আজি এসেছে সেই ক্ষণ, ওগো মম সুখ শিহরণ
ভালো থেকো অনেক ভালো সারা পৃথিবী করে আলো
শুভজন্মদিন সুপ্রিয় শায়মা হক শুভ হোক
কল্যাণ বয়ে আনুক তোমার তরে দিবারাতির প্রতিটি ক্ষণ
আজ তোমার জন্মদিন; সারাটি বেলা যেন তাই আজিকে মহালগন।
উৎসর্গ সুপ্রিয় শায়মা হক
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপের কি আছে। এটা তো কবিতা। কবিতা আমিই লিখি। একটা তো লেখা হবেই।
শুভজন্মদিন। নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০২
হাবিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা শায়মাপুকে। কবিতা সুন্দর হয়েছে। ভালো থাকবেন সেলিম ভাই
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৬
কুশন বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপা।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৭
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: শুভ জন্মদিন আপু।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে আসার জন্য ধন্যবাদ।
৫| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পার্থিব না অপার্থিব !!
কবিতার নায়িকাকে (প্রিয় আপু) অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে আগমনে ও কমেন্টে শুভেচ্ছা। পার্থিব অপার্থিব দুটোই। কবিতা কেমন হলো?
৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: যে কারোর হৃদয় ভাঙ্গার মত কবিতা লিখেছেন।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভেচ্ছা, সুস্বাস্থ্য কামনা করি।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম। আপনাকেও শুভেচ্ছা।
৮| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
শায়মার জন্য শুভ-জন্মদিন।
উনার বয়স কমছে, সম্প্রতি কিশোরীতে পরিণত হয়েছেন।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ২:১৮
শায়মা বলেছেন: ৮. ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২৭১
চাঁদগাজী বলেছেন:
শায়মার জন্য শুভ-জন্মদিন।
উনার বয়স কমছে, সম্প্রতি কিশোরীতে পরিণত হয়েছেন।
চাঁদগাজীভাইয়া
লাভ ইউ সো মাচ!!!!!!!! তোমার মুখে ফুল চন্দন আর মধু পড়ুক।
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাদগাজী চমৎকার কমেন্ট করেছেন।
আমার একটা কবিতা ছিলো তুমি বয়সকে করেছো চুরি ব্লা ব্লা ব্লা।
আমি ও বলি ফুল চন্দন পড়ুক চাদগাজীর এমন মন্তব্যে ।
১০| ১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৩৫
ইসিয়াক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো শায়মা আপুর জন্য।
ভালো থাকুন প্রিয় কবি।
শুভ কামনা সতত।
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার জন্য সতত নিরন্তর শুভকামনা ।
কমেন্টে এবং শুভকামনায় কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময় ।
১১| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: শায়মাপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। হাসিখুশি আপুটা যেন সারাজীবন এমন হাসিখুশিতে থাকতে পারে কামনা করি।
শুভেচ্ছা আপনাকেও।
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আশীর্বাদ সুপ্রিয় শায়মা হকের জন্য।
আমারও চাই শায়মা হাসি খুশি থাককু সারাজীবন।চলার পথে যেন কোন কাটা না বিধে।
পদাদিক চৌধুরি কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ । নীরন্তর শুভকামনা ।
১২| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো নিরন্তর শায়মা ম্যাডামের জন্য।
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম। শায়মার জন্মদিনে আমার ব্লগবাড়ি উৎসব মুখর সারক্ষণ। করোনা ব্যাধি যেন যায় পালিয়ে আমাদের আনন্দ উৎসবের তোপে পড়ে।
আপনাকেও ধন্যবাদ।
১৩| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ দেশ প্রেমিক বাঙালী - শায়মা ম্যাডাম না বলে শায়মা স্যার বললে উনি বেশী খুশি হতেন। ব্লগের এখনকার সংস্কৃতি হোল ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই সবাইকে স্যার বলবে। এতে একের প্রতি অপরের শ্রদ্ধাবোধ জাগ্রত হবে।
আমিও তো ওনাকে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি।
" শুভ জন্মদিন শায়মা স্যার"
কবিতাতে আবেগ একটু বেশী হয়ে গেছে মনে হোল। তারপরও কবিরা যা লেখেন তা ই ঠিক।
১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন:
" শুভ জন্মদিন শায়মা স্যার"
দারুন।
আমরা পরস্পরকে স্যার বললে অফিস অফিস ভাব চলে আসবে অফিসে। তারপর চাকুরি থাকা না থাকা বিষয়ক উপাখ্যানেরও আগমন হতে পারে।
১৪| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন:
এই ছবি আর ঐ ছবি পাশাপাশি রেখে দেখি .... কি ছিলাম আর কি হলাম!!!!!
চুয়াত্তরভাইয়া ঠিকই বলেছো একদম ম্যাডাম থেকে স্যার হয়ে গেছি!!!!!!!!
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: এটা চমৎকার। সুন্দর ছবি। কম বয়সের। সব বয়সের একটা সৌন্দর্য আর স্বকীয়তা আছে। তা এছবিটিও সুন্দর। আবার পোস্টে জন্য যেটা বেছে নিয়েছি তোমার দেয়া ছবি থেকে এটাও সুন্দর। কানে গন্ধরাজ ফুল আর তোমার অভিব্যক্তি এনে দিয়েছে নতুন মাত্রা।
তবে এটিও সুন্দর অনেক। চঞ্চল উচ্ছল ঝর্ণার মতন ।
১৫| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: তবে সাবধান কবি ভাইয়ু!!!
এই ছবি দেবার কারনে আবার যেন আহলাদিত হয়ে আমার ছবি নিয়ে কবিতায় জুড়ে দেবার ট্রাই করোনা তাইলে কিন্তু হেমায়েতপুর পাঠাবার ব্যাবস্থা করবো।
১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো ঝাল কমেন্ট। ৪
হেমায়েত পুর নহে বহুদূর
প্রেম হলো দূর, যেন তের নদী সাত সমুদ্দুর দূরে
দুঃখ তৈরী বইয়া চলে নৌকোমাঝি
উত্তাল ঢে উয়ে ভয় পেলে তার কী চলে
সময় করে ভালোবাসা চুইয়া পড়ে
ভালোবাসা যে সব থেকে দামী ঘৃণা কভু নয়
ভালোবাসা সব থেকে মধুর কাম্য সবার
প্রেমহীন জীবন মরা মাছের মতন
দূর্ভাগ্যের ললাটে তা মেলে—ভালোবাসার উপদ্রব লাগে মধুময়...
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভজন্মদিন।
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: এই দিনে তুমি জন্মেছিলে তাই
যেন এক অসীম ঐশ্বর্যের ভান্ডার থেকে
আমার এই কবিতা লেখা—
দিনে দিনে আরও প্রখর হয়
তোমার- আমার সান্নিধ্য কামনায় চেয়ে থাকে যেন গোটা বিশ্ব
বিলম্ব হয়ে গেলে তুমি খুন হয়ে যাবে যে প্রেমে
লাজ লজ্জার মাথা খেয়ে ওগো মতো লজ্জাবতী লতা।
তুমি দেখে নিও —আসবে না তোমার দুচোখে কোন ঘুম
সারাদিনের ক্লান্তি শেষে
অবশেষে জীবনটাই মনে হবে বৃথা এই আমি ছাড়া
এইখানে যে সুখ আছে প্রিয়তমা
মম বহুডোর যেন তব জীবন সুখ সম্ভার।
এই দিনে তুমি জন্মেছিলে তাই
যেন পৃথিবীর বুকে আজও জোয়ার ওঠে আনন্দ উচ্ছাসে
আছড়ে পড়ে ঢেউ —সাগর সমতটে অপার ভালোবেসে।
সুপ্ত আগ্নেয়গিরিও সক্রিয় হয়ে উঠে প্রচন্ড উত্তাপ লয়ে বুকে
উদাসীর বাতায়ন মেখে সুশীতল হবে তাই।
এই দিনে তুমি জন্মেছিলে তাই
উৎসব মুখর ক্ষণ যে এলো এই অবণীর পড়ে
শারদ আকাশে পেঁজা তুলো মেঘ আনন্দে ভেসে ভেসে খেই যেন হারালো
এই দিনে তুমি জন্মেছিলে আমাকে অনুপ্রেরণা যোগাবে তাই।
তাই তো প্রাণে লেগেছে দোলা
তোমাকে যায় না যে ভোলা সতত চেষ্টাতে
শুভ জন্মদিন প্রিয়তমা নব নব শুভর হোক আগমন তব প্রাণে ।
আমারেই সাথে লয়ে অপার ভালোবেসে এই করি কামনা
আমরা হবো যে পরিপূর্ণ
চল না চল না আমরা হবো মুক্তবিহঙ্গ —ঐ নীল আকাশের বুকে…
প্রিয়তমা শুভ জন্মদিন নিরন্তর শুভকামনা ।
এটা কী হলো??????
১৬| ১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৭
মিরোরডডল বলেছেন:
আপুর কানে ওটা গন্ধরাজ ফুল না
কাঠগোলাপ ফুল, ইংরেজি নাম Frangipani ।
অনেকে গোলাচী ফুল বলে ।
ভীষণ সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ, আপুটার মতো
১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: মিরোরডডল আসলেই তো খেয়াল করিনি ওটাতো কাঠগোলাপ। এই ফুলের সঙ্গে আমি অনেক ছোট বেলা থেকে পরিচিত। আমাদের গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গন একটি কাঠগোলাপ গাছ ছিল। অনেক ফুল ফুটতো। দারুন লাগতো দেখতে। তবে ওর ঘ্রাণের কথা মনে নে ই।
১৭| ২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৬
Subdeb ghosh বলেছেন: শুভ জম্নদিন!
৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম। শায়মার জন্মদিনে আমার ব্লগবাড়ি উৎসব মুখর ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: কবিতা পড়িনি ভাইয়া।
যদি মেজাজ খারাপ হয়ে যায়।
জন্মদিনের দিন কি মেজাজ খারাপ ঠিক হবে বলো?
তাই কবিতার লেখার জন্য থ্যাংকস দিলাম।
মানে জনমদিনের শুভেচ্ছা কবিতা লেখার জন্য!