![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দুজনার ভালোবাসা—কোথায় আজ দাঁড়িয়ে?
ভেবোনা ক্ষয়ে গেছে, ক্ষয়িষ্ণু চাঁদের মতন।
আজকের পৃথিবীটা আপন কক্ষপথে কোনখানে?
পরখ করে নিলাম
কিছুটা সময় সেখানেই দিলাম
জীবন সংগ্রাম করে যেতে হয়..
ধ্রুবতারা আজও ওঠে আ্কাশে—
পথহারা নাবিক আজও খুঁজে তারে, গন্তব্যে পৌঁছতে হবে যে
শরতের কাশবনে প্রজাপতি মন অনুক্ষণ— রঙিন ডানা মেলে
শুধু তোমারেই খুঁজে ফেরে।
এখানেই শেষ নয়..
এমনই যেন হয়..
কাঙ্ক্ষিত গন্তব্যে যেন পৌঁছে যায়—একদিন
আমাদের পঁই পঁই ভালোবাসা
সফল নাবিকের মতো..
ফিনিক্স পাখির মতই হয় যেন উত্তরণ
ভস্মাবশেষ থেকে—
এখনই যেন সেই সময়,
সময় যে এসে গেছে ;
মিলনমন্ত্রগানে হোক পূণর্জন্ম
কবিতার বিচরণ শেষ হবার নয়
অশেষ ঐশ্বর্য্য নিয়ে বেঁচে আছে স্বমহিমায়
হৃদয়ের মাঝে —অপ্রগলভ প্রেম এভাবেই
দিনে দিনে প্রগাঢ় হয়।
তোমার জন্য কাশফুলের শুভ্রতা
আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেলা
প্রিয়তমা, কাল বিলম্ব আর নয়..
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫
জুল ভার্ন বলেছেন: অসাধারণ!+
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন:
জুল ভার্ন
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ
হাহাহাহা
হাহাহাহাহা
সুন্দর হইছে।
অন্য কিছু লিখে মুছে দিছি
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
বুঝা গেল না কি যে মুছলেন ।
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ভালোবাসার ব্যাপারে কালবিলম্ব করা ঠিক নয়। বিলম্বে ধ্রুবতারা হারিয়ে যেতে পারে, পথ হারাতে পারে নাবিক!
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
যথার্থ বলেছেন। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৪
ইসিয়াক বলেছেন: আমিও প্রথম মন্তব্যে অন্য কিছু লিখে মুছে দিয়েছি
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক বলেছেন: আমিও প্রথম মন্তব্যে অন্য কিছু লিখে মুছে দিয়েছি
৬| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল ভাই।
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৮
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: কাশফুলের কাব্য!
০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৩
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ। । ❤️
১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন:
বাহ! অনন্য।