নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সাদা কাশফুল হাতে যেন ভূবন ডাঙার হাসি
হাসিতে উদ্ভাসিত চারিদিক, খুশির ঝিলিক
তুমি যেন রঙিন প্রজাপতি এক শরতের কাশবনে আনমনে
মেলে দিয়ে রঙিন পাখা স্বপ্নসঙ্গমে তুমি কী তবে খুঁজেছো আমারে
গোপন স্বপনসম অভিসারে
ছলনার ধুলিকণা ছড়িয়ে দিয়ে আর সবে।
আমাদের দুজনার পই পই কাশবন বিচরন
চঞ্চল হরিণী মনোমোহিনি—কত যে মনোলোভা তুমি
সে দিকে যেন তোমার কোন ভ্রুক্ষেপ নেই।
তুমি যেন চাতকতৃষিত মম প্রেম নিঃসরণে সঞ্চিত কবিতা ঐশ্বর্য অন্বেষণে আস্বাদনে
....
কী করে মুদিবো দু'নয়ন সুখনিদ্রা যাপনে
তোমার পরশে মম জিয়নকাঠি প্রেরণা পালে লাগে হাওয়া
তোমার ঐ পটলচেরা চোখ যেন সতত উন্মুখ
মেঘবরণ ঘন দীঘল চুলে পথিক হারায় পথ— পায় না যে কোন দিশে
সাদা কাশ ফুল যেন পেঁজা তুলো মেঘমালা ভাসে মনাকাশে
হাওয়ায় লুটোপুটি সুখের খুনসুঁটি
তোমাতে আমাতে সতত চায় মন হারাতে।
ঘুম আসে না দুচোখে —কখন যে এসেছে অবশেষে
স্বপ্নসম স্বর্গ সুখে প্রজাপতি ক্ষণ—প্রেমের অনরণন
ভালোবাসা মাখামাখি শুধু তোমাতে আমাতে..
১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমার চোখ বড় আছে। কমেন্ট করেছেন তাতেই আমি খুশি। অপরের রুপের ঈর্ষা করতে নেই বোন। শুভকামনা ।
২| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৭
নজসু বলেছেন:
খোশ আমদেদ।।।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: পটলচেরা চোখ কই পাইলেন
চোখ ছোট ছোট তরমুজের বিচির মতই তো দেখলাম
যাই হোক আমার ভুল হইতারে
সুন্দর লিখছেন